কোপ পড়ল সলমনের পারিশ্রমিকে,বিগ বসের ১৬-র জন্য হাঁকিয়েছিলেন ১০০০ কোটি, কত পাচ্ছেন জানেন?

বিগ বস ১৬-র সঞ্চালনার জন্য১০০০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন ভাইজান।  ফের বড়সড় কোপ পড়ল সলমনের পারিশ্রমিকে।  বিগ বস ১৫-র সঞ্চালনার জন্য  সলমন ৩৫০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছিলেন। সূত্রের খবর, চলতি বছরের বিগ বস ১৬-র সঞ্চালনার জন্য গতবারের তুলনায় আরও কম পারিশ্রমিক পাবেন। তবে ঠিক কত টাকা পারিশ্রমিক পাবেন ভাইজান, তা এখনও জানা যায়নি।

শীঘ্রই  বিগ বস ১৬-র নতুন সিজন শুরু হতে চলেছে । ফের ধামাকাদার শো নিয়ে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান সলমন খান। সম্প্রতি  সলমন খানের রিয়্যালিটি শো বিগ বস ১৬ নিয়ে নতুন তথ্য প্রকাশিত হয়েছে, যা নিয়ে সরগরম হয়েছে পেজ থ্রির পাতা। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে,   বিগ বস ১৬-র সঞ্চালনার জন্য তিনগুনেরও বেশি পারিশ্রমিক হাঁকিয়েছেন সলমন খান। ১০০০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন ভাইজান। যা শুনেই মাথায় হাত পড়েছে ব্যবস্থাপকদের। তবে ফের বড়সড় কোপ পড়ল সলমনের পারিশ্রমিকে।  বিগ বস ১৫-র সঞ্চালনার জন্য  সলমন ৩৫০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছিলেন, যা নিয়ে চর্চা কম হয়নি। সূত্রের খবর, চলতি বছরের বিগ বস ১৬-র সঞ্চালনার জন্য গতবারের তুলনায় আরও কম পারিশ্রমিক পাবেন। তবে ঠিক কত টাকা পারিশ্রমিক পাবেন ভাইজান, তা এখনও জানা যায়নি।

বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমার সলমন খানকে নিয়ে চর্চা সবসময়েই চলে আসছে। ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন।  ছবির বাজার ভাল হোক কিংবা খারাপ যত দিন যাচ্ছে ততই যেন নিজের দর বাড়াচ্ছেন সলমন খান।এমনই শোনা যাচ্ছে কানাঘুসোতে।   ছবি দিয়ে হোক না হোক ,বিগ বস ১৬-র সঞ্চালনা দিয়েই ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইছেন ভাইজান। জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস নিয়ে দর্শকদের উত্তেজনা সবসময়েই তুঙ্গে। নতুন পর্বের এপিসোড নিয়েও আলোচনা চলছে জোরকদমে। সম্প্রতি ভাইজানের জনপ্রিয় শো নিয়ে বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে, যা নিয়ে উত্তাল হয়েছে নেটিজেনরা। তবে চলতি বছরের অক্টোবর মাস থেকে শুরু হওয়া  বিগ বস ১৬-র ক্ষেত্রে সলমনের এই পারিশ্রমিক চিন্তা বাঁড়াচ্ছে নির্মাতাদের। তবে হঠাৎ কী হল সলমনের। কেন এমন আকাশছোঁয়া চাহিদা হল সলমনের, তা নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।

Latest Videos

 

 

একধাক্কায় এত টাকা কেন দর বাড়ালেন তা নিয়েও উঠছে প্রশ্ন। কেন এত টাকার প্রয়োজন পড়ল ভাইজানের? তবে সূত্রের দাবি এবার ৩৫০ কোটি টাকারও কম পারিশ্রমিক মিলবে ভাইজানের। এছাড়াও বিগ বস ওটিটি-র দ্বিতীয় সিজনও এবছর হচ্ছে না। গতবছর আর্থিক ভাবে বড় ধাক্কার জন্যই নাকি পারিশ্রমিকে কোপ পড়েছে ভাইজানের। বাড়ানো তো দূর বরং কমানোরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাইজানকে নিয়ে এখন প্রতিটা মুহূর্তে চিন্তায় রয়েছেন ভক্তরা। কারণটা সকলেরই জানা।  যে কোনও সময়েই খুন হয়ে যেত পারেন সলমন খান। দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে খুন করার চেষ্টা চলছে বলিউডের ভাইজানকে। সপ্তাখানেক আগেই বন্দুকের জন্য লাইসেন্সের আবেদন করেছিল সলমন খান। শেষমেষ নিরাপত্তার খাতিরে লাইসেন্স এল ভাইজানের হাতে।  সমস্ত নথি খতিয়ে দেখার পরই তা তুলে দেওয়া হয়েছে ভাইজানের কাছে। প্রাণনাশের হুমকি পাওয়ার পরই ভাইজানকে নিয়ে চিন্তা বাড়ছিল। এবার বন্দুক নিয়েই ঘুরবেন সলমন খান। সূত্রের খবর প্রতিনিয়ত খুনের হুমকি পাওয়ার পর থেকেই অনেক কিছুরই ভোলবদল করে নিয়েছেন সলমন খান। যেমন নিজের টয়োটা ল্যান্ড ক্রজার গাড়িটির ভোলবদল করিয়েছেন সলমন খান। বাইরে থেকে দেখা না গেলেও গাড়িতে নতুন বুলেটপ্রুফ কাঁচ লাগান সলমন খান। ভাইজানের ঘনিষ্ঠ সূত্র বলেছে, খুনের হুমকি পেতেই এবার নড়েচড়ে বসেছেন সলমন খান।  কিন্তু টয়োটা ল্যান্ড ক্রজার গাড়িটি পুরোনো মডেলের হলেও তাতে যে  বুলেটপ্রুফ কাঁচ লাগিয়েছেন ভাইজান।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia