'দক্ষিণে হিন্দি সিনেমা কাজ করে না অথচ বলিউডে দক্ষিণী সিনেমা চলে', অবাক কান্ড! চিন্তার সুর সলমন খানের গলায়

সম্প্রতি দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে 'গডফাদার' ছবিতে কাজ করলেন বলিউড অভিনেতা সলমন খান। জানালেন অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। একইসঙ্গে চিরঞ্জীবী পুত্র রাম চরণ অভিনীত আরআরআর ছবির প্রশংসা করতে গিয়ে সলমন খানের গলায় শোনা গেল একেবারে ভিন্ন সুর। 
 

বলিউডে যে দক্ষিণী সিনেমার (South Films) জনপ্রিয়তা কত খানি বৃদ্ধি পেয়েছে তা বাহুবলি, পুষ্পা, কেজিএফ, রাধে শ্যাম ছবিরগুলোর বক্স অফিস রেকর্ড (Box Office Record) দেখলেই বোঝা যায়। করোনা অতিমারি (Covid 19 Pandemic) কাটিয়ে যেখানে মানুষ সিনেমা হলে প্রবেশ করে আবার পুরোনো ছন্দেই ফিরবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল ঠিক সেই মুহূর্তে দক্ষিণী ছবিগুলির রেকর্ড ব্রেকিং সাফল্য মানুষের চিন্তাধারার উপর অনেকাংশেই প্রভাব ফেলেছে বলা যেতে পারে। তবে দক্ষিণী সিনেমার জনপ্রিয়তা যেখানে মাত্রা ছাড়িয়েছে সেখানে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বেশ কিছু হিন্দি ছবি, এবার এই নিয়েই সংশয় প্রকাশ করলেন সলমন খান।  

চিরঞ্জীবীর সঙ্গে সলমন খানের কাজ 

Latest Videos

সোমবার দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর (Chiranjeevi) নিজের আসন্ন ছবির বিষয়ে কথা বলেছেন সলমন খান। এদিকে চিরঞ্জীবীর পরবর্তী ছবি গডফাদারে (Godfather)একটি বিশেষ ভূমিকায় দেখা ও দিতে চলেছেন সলমন খান। এই প্রসঙ্গে সলমন (Salman Khan) জানান, 'ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো, উনি আমার পুরোনো বন্ধু। ওনার ছেলে রাম চরণের (Ram Charan) সঙ্গে ও আমার সম্পর্ক খুব ভালো। এরপর রাম চরণের মুক্তিপ্রাপ্ত ছবি আরআরআর ছবির প্রসঙ্গে সলমন  জানান, 'ছবিটিতে রাম চরণের অভিনয় অনবদ্য, খুবই ভালো কাজ করেছে সে।'

আরও পড়ুন- ৫ বছর পর শেষ হল 'ব্রহ্মাস্ত্র'র শ্যুটিং, অনস্ক্রিনে চরম রোম্যান্স রণবীর-আলিয়ার, মুক্তির অপেক্ষায় দর্শক

আরও পড়ুন- আরিয়ান খান মাদক মামলায় নয়া মোড়, চার্জশিট পেশ করতে ৩ মাস সময় চাইল এনসিবি

আরও পড়ুন- রণবীর সিংয়ের সঙ্গে নয়া অবতারে কেন্দ্রীয় মন্ত্রী, দেখে অবাক সবাই

বলিউড নিয়ে চিন্তিত সলমন 

সলমন (Salman Khan)  আরও বলেন যে, 'রবিবার ওর (রাম চরণ) জন্মদিনে আমি ওকে শুভেচ্ছা ও জানিয়েছি ওর এই সাফল্যের জন্য। আমি ওর এই কাজ নিয়ে সত্যিই খুব গর্বিত।' এরপরই সলমনের গলায় মেলে ভিন্ন সুর।  তিনি জানান, 'আমার খুব অবাক লাগে যে দক্ষিণী সিনেমা (South Films) বলিউডে এত সফল, অথচ বলিউডি সিনেমাগুলো দক্ষিণে সফলতা পায় না।' 

বলিউডের সিনেমার ধরণ ঠিক কী ধরণের হওয়া উচিত?

এই প্রসঙ্গে সলমন জানান, 'দক্ষিণে ছবি নির্মাতারা অতিরঞ্জিত ছবি বানানোতে বেশি বিশ্বাস করেন। তারা সাহসিকতার গল্প দেখতে বেশি পছন্দ করেন। কিন্তু বলিউডে (Bollywood) এই ধরণের সিনেমা মাত্র হাতে গোনা কয়েকটা। একজন বা দুজন ছাড়া কেউই এই ধরণের সিনেমা বানায় না। আমার মনে হয় আমাদের এখানে ও এই ধরণের অতিরঞ্জিত সিনেমা অনেক বেশি করে তৈরি করা উচিত এবং আমি শুধু তাই করছি। দাবাং ছবিটি পবন কল্যাণ দক্ষিণে রিমেক করেছিলেন। আমার মনে হয় ধরণের সিনেমা আরও বানানো উচিত যাতে দক্ষিণী ছবি নির্মাতারা আমাদের ছবি নিয়ে কাজ করার আরও উৎসাহ পান।'

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের