বাদশাকে অনুসরণ করলেন ভাইজান, প্রকাশ্যে ‘কভি ইদ, কভি দিওয়ালি’ ছবিতে সলমনের লুক

Published : May 15, 2022, 10:35 AM ISTUpdated : May 15, 2022, 10:36 AM IST
বাদশাকে অনুসরণ করলেন ভাইজান, প্রকাশ্যে ‘কভি ইদ, কভি দিওয়ালি’ ছবিতে সলমনের লুক

সংক্ষিপ্ত

এক মাথা ঝাঁকড়া চুল। চোখে কালো সানগ্লাস। হাতে লোহার রড। পরনে কালো গেঞ্জি ও কালো জ্যাকেট। হাত এমন ভাবে রাখা তাতে মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। এক ঝলক দেখলে তাঁকে চেনা দায়। কিন্তু, হাতের ব্রেসলেট বলে দিচ্ছে তিনিই ভাইজান। সদ্য সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন ভাইজান। 

এক মাথা ঝাঁকড়া চুল। চোখে কালো সানগ্লাস। হাতে লোহার রড। পরনে কালো গেঞ্জি ও কালো জ্যাকেট। হাত এমন ভাবে রাখা তাতে মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। এক ঝলক দেখলে তাঁকে চেনা দায়। কিন্তু, হাতের ব্রেসলেট বলে দিচ্ছে তিনিই ভাইজান। সদ্য সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন ভাইজান। 

এমন ভাবেই নিজের আসন্ন ছবির ফার্স্ট লুক শেয়ার করলেন তিনি। আর এই ছবি জানান দিচ্ছে, জমিয়ে অ্যাকশন করতে চলেছেন ভাইজান। এই ছবি পোস্ট করে ক্যাপশনে ভাইজান লিখেছেন, শুরু হচ্ছে নতুন ছবির শ্যুটিং। ছবির নাম ‘কভি ইদ, কভি দিওয়ালি’। ছবিতে নিজের স্টাইলেই এন্ট্রি নেবেন ভাইজান। তবে, ছবির গল্প প্রসঙ্গে এখনই তেমন ভাবে কিছু জানা যায়নি। সবে শুরু হল ছবির শ্যুটিং। সম্ভবত, এই ছবিতেই ভাইজানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন পূজা হেগড়ে। কিছুদিন আগে তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে সলমন খানের সঙ্গে কাজ করতে চলেছেন। তবে, ছবিতে ভাইজানের সঙ্গে রোম্যান্স করবেন নাকি অ্যাকশন সিক্যোয়েন্সে অংশ নেবেন, তা এখন থেকে বলা মুশকিল। সে যাই হোক, ভাইজানের এই ফার্স্ট লুক যে দর্শক মনে আশার আলো জাগিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। 

অন্য দিকে, ‘পাঠান’ ছবিতে শাহরুখও নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। ছবির জন্য চুল বড় করেছেন। এবার সেই পথেই হাঁটলেন ভাইজান। শাহরুখের ‘পাঠান’ ও ভাইজানের ‘কভি ইদ, কভি দিওয়ালি’ – এই দুই ছবিতেই দুজনের লুকের বিস্তর মিল। তারওপর দুজনেই কাজ করছেন অ্যাকশন ছবিতে।  সে কারণে অনেকেই বলছেন, একে অন্যকে কপি করেছেন। সে যাই হোক, সত্যিই এতে অন্যকে অনুসরণ করছেন কি না তা তো সময় বলবে। 

আরও পড়ুন- ফের বিতর্কে আরিয়ান খান, দাদা হয়ে সকলকে লাথি মারার পরামর্শ দিলেন সুহানাকে

আরও পড়ুন- ভারতীয় অভিনেতাদের প্রতি আমি খুবই বিরক্ত, বিস্ফোরক মন্তব্য করলেন প্রকাশ ঝা

আরও পড়ুন- ফের করোনা আক্রান্ত অক্ষয় কুমার, নিজেই টুইট করে জানালেন সে কথা

এদিকে কিছুদিন আগে শেহনাজ গিলের জন্য বিতর্কে জড়িয়েছিলেন সলমন খান।   ইদের দিন খান পরিবারের পার্টি ছিল অর্পিতা খান শর্মার বাড়িতে। সেখানেই উপস্থিত হন শেহনাজ গিল। ভাইজানকে দেখে আবেগাপ্লুত হয়ে গিয়েছে শহনাজ। আবেগের বসে ভাইজানকে জড়িয়ে ধরেছে সে। তারপর তাকে চুম্বন করল শেনাজ। একটি নয়, পরের পর চুম্বন। আর এই সময় শেহনাজের আচরণের মধ্যে দেখা গেল অস্বাভাবিকতা। জানা গিয়েছে, ‘কভি ইদ, কভি দিওয়ালি’ ছবিতে আয়ুশের প্রেমিকের চরিত্রে অভিনয় করছেন শেহনাজ গিল। এই ছবি দিয়েই ভাইজানের হাত ধরে বক্স অফিসে পা রাখবেন তিনি।  

 

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে