
প্রকাশ্যে এলো ২০১৯ সালে মেলবোর্নে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবের দিন। চলতি বছর ৮ থেকে ১৭ই অগাস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব। সেই অনুষ্ঠানকে ঘিরেই এবার উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই বছর বিশিষ্ট অতিথি হিসাবে থাকছেন শাহরুখ খান। তাঁর কাছে পৌঁছেছে নিমন্ত্রণ পত্র।
এই অনুষ্ঠান এবার দশ বছরে পা দিল। এই উৎসবে প্রতিবছরই কেউ না কেউ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ পেয়ে থাকেন। এবার ৮ই অগাস্ট এই উৎসবের উদ্বোধন করবেন কিং খান। আমন্ত্রণ পেয়ে বেজায় খুশি কিং খান। তিনি জানান, তিনি আনন্দিত এই আমন্ত্রণের খবর পেয়ে। অন্য দিকে অনুষ্ঠানের ডিরেক্টর মিতু ভৌমিক জানান, শাহরুখ খান যোগদান করছেন, খবর পাওয়ার পরেই আমরা খুব খুশি। তিনি সত্যিই ভারতীয় সিনেমা জগতের একজন আইকন। এই উৎসবে বরাবরই ভারতের সেরা ছবিগুলোকে তুলে ধরা হয়। এবারেও তার ব্যাতিক্রম ঘটবে না। সঙ্গে তিনি আরও বলেন মেলবোর্ন এখন কিং খানের অপেক্ষায়। ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের ভক্তের সংখ্যা বিদেশের মাটিতে নেহাতই কম নয়। ফলেই এবার তাঁদের জন্য সুখবর। কিং খানের দেখা মিলবে শীঘ্রই।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।