মন্নত-এ উড়ল জাতীয় পতাকা, নরেন্দ্র মোদীর 'হর ঘর তেরঙ্গা'র ডাকে সপরিবারে সামিল শাহরুখ


স্বাধীনতা দিবসের দিন মন্নতে উড়ল ভারতের জাতীয় পতাকা। আরব সাগরের তীরে প্রাসাদোপম প্যালেস সপরিবারে জাতীয় পতাকা ওড়ালেন শাহরুখ  খান। জাতীয় পতাকা তোলার সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন  শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। যেখানে দেখা যাচ্ছে, স্বামী ও দুই পুত্রের সঙ্গে তেরঙ্গার সামনে দাঁড়িয়ে শাহরুখ। সাদা পোশাক পরে ফ্যামিলি ফোটো শেয়ার করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান। তবে সকলকে দেখা গেলে সুহানাকে দেখা যায়নি। 

তেরঙ্গায় সেজে উঠেছে গোটা দেশ। স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্তিতে ভারত সরকারের আজাদি কা অমৃত মহোৎসব-এ সামিল ভারতবাসী।  এ যেন নিজের লড়াই, গোটা দেশবাসীর লড়াই। এই লড়াই আনন্দের। এই লড়াই স্বাধীনতার, এই লড়াই সংগ্রামের। ব্রিটিশ সাম্রাজ্যের শাসন-শোষণ থেকে ভারতকে স্বাধীন করতে দীর্ঘ সংগ্রাম চালিয়েছেন বীর স্বাধীনতা সংগ্রামীরা। অকথ্য অত্যাচার,  ত্যাগ স্বীকার করে  নিজেদের জীবনের তোয়াক্কা না করে বীর সৈনিকরা   উপহারে আমাদের দিয়েছেন স্বাধীনতা। ১৯৪৭ সালের ১৫ অগস্ট জন্ম নেয় স্বাধীন ভারত। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপনে জোরকদমে আয়োজন হয়েছে শাহরুখের মন্নত-এ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গার প্রচারে সামিল শাহরুখ খান।

স্বাধীনতা দিবসের দিন মন্নতে উড়ল ভারতের জাতীয় পতাকা। আরব সাগরের তীরে প্রাসাদোপম প্যালেস সপরিবারে জাতীয় পতাকা ওড়ালেন শাহরুখ  খান। জাতীয় পতাকা তোলার সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন  শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। যেখানে দেখা যাচ্ছে, স্বামী ও দুই পুত্রের সঙ্গে তেরঙ্গার সামনে দাঁড়িয়ে শাহরুখ। সাদা পোশাক পরে ফ্যামিলি ফোটো শেয়ার করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান। তবে সকলকে দেখা গেলে সুহানাকে দেখা যায়নি। 

Latest Videos


স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপনে হর ঘর তিরঙ্গা প্রচারের ডাক দিয়েছেন মোদী।  আজাদি কা অমৃত মহোৎসব অনুষ্ঠানের মধ্য দিয়েই এই কর্মসূচী পালিত হচ্ছে।  ঘরে  ঘরে জাতীয় পতাকা উত্তোলনের আর্জি জানানো হয় দেশবাসীকে। মোদীর আহ্বানে অন্যান্য তারকাদের মতো সাড়া দিলেন শাহরুখ খান। জাতি-ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটা মানুষের কাছে আজকের দিনটা খুবই স্পেশ্যাল। চলতি বছর ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করবে ভারত। আর এটি যেন কোনও উৎসবের চেয়ে কম নয়।  যদিও দেশপ্রেমের জন্য নির্দিষ্ট কোনও দিন হয় না। প্রতিটি দিনই স্বাধীনতা উদযাপনের দিন। আজ সেই বিশেষ গর্বের দিন, ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস।  প্রায় ২০০ বছর ব্রিটিশদের অধীনে থাকার পর ১৯৪৭ সালে  ১৫ আগস্ট স্বাধীনতা পায় ভারতবর্ষ। স্বাধীনতা দিবস উদযাপনের শেষ পর্যায়ে প্রস্তুতি সব জায়গাতেই তুঙ্গে। একমাস আগে থেকেই প্রস্তুতি চলতে থাকে। যদিও দেশপ্রেমের জন্য নির্দিষ্ট কোনও দিন হয় না। প্রতিটি দিনই স্বাধীনতা উদযাপনের দিন। আজ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস পালন করলেই যে আমরা স্বাধীন হয়েছি তা কিন্তু নয়। স্বাধীনতা অর্থ ভিন্ন। একেক জনের চোখে স্বাধীনতার স্বাদ একেক রকমের।  বহু বছর হয়ে গেছে যে আমরা স্বাধীন হয়েছি, আমাদের দেশ স্বাধীন হয়েছে। কিন্তু হাজারে প্রশ্ন আজও মনে সংশয় তৈরি করে, সত্যিই আমরা স্বাধীন তো? স্বাধীন ভারতের জন্ম ১৯৪৭ সালের ১৫ আগস্ট। চলতি বছর ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করবে ভারত। আর এটি যেন কোনও উৎসবের চেয়ে কম নয়। সকল দেশবাসীর কাছে এ যেন মহোৎসবের চেয়েও বড় কিছু প্রাপ্তি।


 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে