
ভারতের বুকে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ২০১৬ জন। এখনও পর্যন্ত মৃত্যু ঘটেছে করোনার জেরে পাঁচ জনের। শুক্রবারই বলিউড গায়িকা কণিকা কাপুরও আক্রান্ত হয়েছেন করোনাতে। দেশ জুড়ে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। এমনই পরিস্থিতিতে করোনা রুখতে দফায় দফায় বৈঠক করলেন দেশের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্তারা।
আরও পড়ুনঃকরোনা থেকে বাঁচতে হাত ধুতে গিয়ে হচ্ছে সাংঘাতিক ভুল, মনে করিয়ে দিলেন মধুমিতা
আরও পড়ুন-রিল দুনিয়ায় মহামারীর সঙ্গে যুদ্ধ করতে করতেই বাস্তব জীবনে করোনায় আক্রান্ত ড্যানিয়েল
সেই কথা দিকে নজর দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতি নিয়ত সতর্ক করে চলেছেন বলিউড তারকারা। সেই তালিকাতে এবার নাম লেখানে খোদ শাহরুখ খান। জানালেন, প্রধানমন্ত্রী বরিবার যে জনতা কার্ফুর ডাক দিয়েছেন তা যেন সকলেই সফল করেন। পাশাপাশি এদিন কিং খান জানান যে এই মুহূর্তে সামাজিক দুরত্ব বজায় রাখাটা একান্ত প্রয়োজন।
আরও পড়ুন-অবশেষে সুবিচার মিলল নির্ভয়ার, ধর্ষকদের ফাঁসিতে খুশি বলি তারকারা
প্রতিটা মানুষকে সচেতন থাকতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর বার্তা অনুযায়ী রবিবার বিকেল পাঁচটা নাগাদ এক যোগে করতালি দিতে হবে। এই ডাকে সবাইকে পাশে পেতে এবার প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালো বলিউড। কিং খান বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের বেশ কিছুটা অংশ তুলে টুইট করলেন সোশ্যাল মিডিয়ায় পাতায়। পাশাপাশি সকলকে সুস্থ থাকার আবেদনও জানালেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।