স্টারকিড-নেপোটিজমের তকমা নিয়ে জন্ম নয়, এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শাহরুখ খান। মাথার ওপর ছিল না কোনও বড় অভিনেতার হাত, যার জেরে সহজ হত তাঁর কেরিয়ারের জার্নি, তবে শাহরুখের এক বুক স্বপ্নই ছিল যথেষ্ট তাঁকে সুপারস্টার বানানোর জন্য। তবে লাইম লাইটে আসার আগে জীবনে অনেক ওঠা পড়া দেখেছেন শাহরুখ খান। চোখের জল দিন কেটেছে তাঁর।
আরও পড়ুন- 'পরিবর্তনের পরিবর্তন দেখতে চলেছি', এক ঝাঁক তারকা ব্রিগেডের পথে
ছোট বেলাতেই বাবাকে হারিয়েছিলেন শাহরুখ, ১৯৯০ সালে মাকেও হারান তিনি। তখন মাকে উদ্দেশ্য করে একটি চিঠি তিনি লিখেছিলেন, তুমি কথা দিয়েছিলেন তুমি থাকবে, আমি কথা দিয়েছিলাম আমি ভালো থাকব। আর তুমি কথা রাখলে না, আমিও তাই কথা রাখতে পারব না। সেই শ্রদ্ধা আজ কোথাও ফিকে হয়নি। আজও দিল্লি যাওয়া মানেই শাহরুখ মা বাবার সমাধির সামনে হাজির হতে ভোলেন না তিনি।
সম্প্রতি দিল্লি গিয়ে আবারও তিনি উপস্থিত হয়েছিলেন মা-বাবার আশির্বাদ নিতে। সেই ছবি ক্যামেরা বন্দী হল এদিন। পাপরাজিৎদের উপস্থিতির কারণেই তা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। পাশাপাশি শুরু হয় প্রশংসাও। মাথা নত করে সমাধিতে নমস্কার করলেন এদিন তিনি। সেই ছবিতেই এখন বুঁদ নেট দুনিয়া।