মেহেন্দির অনুষ্ঠানে কপকপ করে ফুচকা খাচ্ছেন নববধূ শিবানি, ছবি পোস্টের পরই ভাইরাল নেটদুনিয়ায়

বিয়ে বাড়ির সদস্যই শুধু নয়, খোদ বিয়ের কনে একেবারে গপ গপ করে ফুচকা খাচ্ছে। তাও আবার কোনও সাধারণ কনে নয়, বলিউডের তাবড় অভিনেতা ফারহান আখতারের নয়ি নভেলি দুলহন শিবানী দাণ্ডেকার। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হল নেট দুনিয়ায়। 

বিয়েবাড়ি (wedding Ceremony) মানেই জমকালো পোষাক, জমজমাট সাজ আর সেই সঙ্গে কবজি ডুবিয়ে খাওয়া। তবে আমার-আপনার মত সাধারণ মানুষ বিয়েবাড়ি গিয়ে প্রথমেই কিন্তু একটা জিনিসের খোঁজ করে থাকে। আইডিয়া করতে পারছেন কি...হ্যাঁ, একদমই ঠিক বুঝেছেন...বিয়েবাড়িতে যদি ফুচকার স্টল থাকে তাহলে কিন্তু আর কোনওদিকে না তাকিয়ে সোজা সেই স্টলের দিকেই হাটা লাগানো হয়।  শুধু সাধারণ মানুষই নয়, যাদের গায়ে সেলিব্রিটির তকমা রয়েছে তাঁদেরও কিন্তু ফুচকা বা পানিপুরি (Panipuri) যাই বলুন না কেন, এক অমোঘ প্রেম রয়েছে। বিয়ে বাড়ির সদস্যই শুধু নয়, খোদ বিয়ের কনে একেবারে গপ গপ করে ফুচকা খাচ্ছে। তাও আবার কোনও সাধারণ কনে নয়, বলিউডের তাবড় অভিনেতা (Bollywood Actor) ফারহান আখতারের (Farhan Akhtar) নয়ি নভেলি দুলহন শিবানী দাণ্ডেকার (Shibani Dandekar)। 

নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে (Instagram) বিয়ের মরশুমের বেশ কয়েকটি সুন্দর ছবি পোস্ট করেছেন মিসেস শিবানী আখতার (shibani Dandekar)। সকলে যেমন বিয়ে বাড়ির খাবারের মজা নিচ্ছিলেন ঠিক তেমনই নিজেকেও সেই আনন্দে সামিল করেছেন ফারহান ঘরণী। সেখানেই দেখা যাচ্ছে একেবারে আমার আপনার মতই একেবারে হা করে ফুচকা ঢোকাচ্ছেন শিবানি দাণ্ডেকার। ফুচকার সঙ্গে হাতে ডাব নিয়েও ছবি পোস্ট করেছেন একাধারে গায়িকা ও নায়িকা (Singer-Actress)। সবেমাত্র নতুন বৌ-য়ের হাতে মেহেন্দি লেগেছে, আর সেই মেহেন্দির অনুষ্ঠানেই ফুচকায় মজেছেন শাবানি। বন্ধুদের সঙ্গে জমিয়ে সেলফি, নাচ ও খাবার-- বিয়ের কোনও রীতিই ছাড়েননি ফারহানের দ্বিতীয় স্ত্রী (Newly married wife)।

Latest Videos

একদিকে যেমন শিবানী দান্ডেকারের গপগপ করে  ফুচকা খাওয়ার ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, তেমনই নববধূর শেয়ার করা অন্যান্য ছবিতে দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে জমিয়ে নাচ-গান, সেলফি তোলা, খাওয়া-দাওয়া করছে তেমনই আবার অন্য ছবিতে দেখা যাচ্ছে রীতেশ সিদওয়ানি, ফারহান আখতার ও আরও কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা গিয়েছে শিবানিকে। সেখানে কিন্তু একটা মজার জিনিস দখা যাচ্ছে। আর সেটা হল শিবানীর হাতের প্লেটটা কিন্তু কারোর নজর এড়ায় নি। এ থেকে কিন্তু একটা কথা স্পষ্ট যে পেটপুজো সেরে তবেই ফটোসেশনের জন্য পোজ দিয়েছেন আখতার পরিবারের নতুন সদস্য।  

গত ১৯ ফেব্রুয়ারি খান্ডালায় জাঁকজমকপূর্ণভাবে সুসম্পন্ন হয়েছে ফারহান আখতারের দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান। শিবানি ডান্ডেকরের সঙ্গে আইনি বিয়ের দু'দিন পর নবদম্পতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। শিবানি যেমন সোশ্য়াল মিডিয়ায় একসে বরকর এক ছবি পোস্ট করেছেন, তেমনি নেটদুনিয়ায় চমক দিয়েছেন শিবানির হাবি ফারহান। রুপোলি পর্দার মিলখা সিং। তাঁর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, শ্বশুর জাভেদ আখতারের সঙ্গে বল ডান্স করছেন নববধূ শিবানি। আর এই ছবি পোস্ট করতেই ঝড়ের বেগে ভাউরাল হয়েছে নেট দুনিয়ায়। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury