'তুমি লড়েছিলে বন্ধু', সুজিত সরকারের আবেগভরা পোস্ট, ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া

Published : Apr 29, 2020, 12:11 PM ISTUpdated : Apr 29, 2020, 01:57 PM IST
'তুমি লড়েছিলে বন্ধু', সুজিত সরকারের আবেগভরা পোস্ট, ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া

সংক্ষিপ্ত

দিন কতক আগেই মায়ের মৃত্যু। ভিডিও কলেই বিদায় জানিয়েছিলেন মা কে। দুদিন কাটতে না কাটতেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ইরফান  খান।

শেষরক্ষাটুকু হল  না। মায়ের মৃত্যুর দুদিনের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইরফান খান। কোলনে ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইরফান। তারপরই দ্রুত অবস্থার অবনতি হতে থাকে।

আরও পড়ুনঃপ্রয়াত ইরফান খান, মায়ের মৃত্যুর পরই জীবন যুদ্ধে হারলেন বলিউড অভিনেতা

মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৪। পরিচালক সুজিত সরকারের পোস্টে প্রকাশ্যে আসে এই খবর। তাঁর পোস্টে নিজের প্রিয় হন্ধুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পরিচালক। তিনি লিখেছেন, "তুমি লড়েছিলে, লড়তে থেকেছ। তোমায় নিয়ে আমি গর্বিত। আমাদের আবার দেখা হবে। সুতাপা ও বাবিলের পাশে আছি। সুতাপা তুমিও নিজের সবটা দিয়ে লড়েছ। ওম শান্তি। তোমাকে স্যালুট ইরফান।" 

আরও পড়ুনঃলতা মঙ্গেশকরকে সাহায্যের হাত শেফ বিকাশ খান্নার, টুইটে ধন্যবাদ জ্ঞাপন সুর সম্রাজ্ঞীর

২০১৮ সাল থেকে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন অভিনেতা। মঙ্গলবার ইরফানের মুখপাত্রের তৎ থেকে জানা যায়, অভিনেতার অবস্থা গুরুতর। কোকিলাবেন ধিরুবাই অম্বানি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইরফান। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইরফানের স্ত্রী সুতাপা সিকদার এবং তাঁর দুই ছেলে অয়ন ও বাবিলের জন্য শোকজ্ঞাপন করেছে বলিউডের অন্যান্য তারকারা।

PREV
click me!

Recommended Stories

দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী
কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে