Shraddha Kapoor- রবিবার হলেই এই কাণ্ড ঘটান শ্রদ্ধা, ভিডিও শেয়ার করে ফাঁস করলেন নিজেই

Published : Nov 15, 2021, 02:24 PM IST
Shraddha Kapoor- রবিবার হলেই এই কাণ্ড ঘটান শ্রদ্ধা, ভিডিও শেয়ার করে ফাঁস করলেন নিজেই

সংক্ষিপ্ত

সেলিব্রিটি মানেই শরীরের (Fitness) প্রতি বিশেষ যত্ন রাখার প্রবণতা। আর সেই কারণেই শরীরচর্চা (Workout) থেকে শুরু করে ডায়েট (Diet) এর প্রতি বিশেষ যত্ন নিয়ে থাকেন প্রত্যেকে। শরীর দেখতে হবে স্লিম ফিট ও পারফেক্ট, নয়তো একাধিকবার ট্রোলের (Troll) শিকার হতে হয় তাদের।

সেলিব্রিটি মানেই শরীরের (Fitness) প্রতি বিশেষ যত্ন রাখার প্রবণতা। আর সেই কারণেই শরীরচর্চা (Workout) থেকে শুরু করে ডায়েট (Diet) এর প্রতি বিশেষ যত্ন নিয়ে থাকেন প্রত্যেকে। শরীর দেখতে হবে স্লিম ফিট ও পারফেক্ট, নয়তো একাধিকবার ট্রোলের (Troll) শিকার হতে হয় তাদের। যদিও সেই বিষয়ে এখন রীতিমতো নজর দিতে নারাজ প্রত্যেকে। বদলাচ্ছে সমাজ বদলাতে সমাজের দৃষ্টিভঙ্গি, আর তার হাত ধরেই পাল্টে যাচ্ছে সিলেট মহলের সাবেকি ধ্যান-ধারণা। খোলামেলা পোশাক মানেই যে তা কুৎসার শিকার হবে এমনটা নয়।

অন্যদিকে বলতে গেলে শরীরে বাড়তি মেদ (Fat) বা অতিরিক্ত রোগা হওয়ার কখনোই কারুর আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পারে না। তবে পর্দায় নিজেকে ভালো দেখাতে কে না চায়। আর ঠিক সেই কারণেই নিজের লুক ধরে রাখার জন্য ছেলেদের বেশ কিছু পছন্দের জিনিস এসব না বলে দিতে হয়। পছন্দের জাঙ্কফুট (Fast Food) হোক বন্ধুদের সঙ্গে লেট নাইট পার্টি'-তে খাওয়া-দাওয়া। দেরি করে ঘুমানো দেরিতে ঘুম থেকে ওঠা বা জিমের (Gym) কসরত থেকে নিজেকে বাতিলের খাতায় রাখা এ কোন কিছুই করা সম্ভব হয়ে ওঠে না সেলেব মহলের।

তবু লুকিয়ে চুরিয়ে হলেও মন রাখতে বা নিজেকে সামলাতে পারেন কতজন! শ্রদ্ধা কাপুর (Shraddha kapor) ঠিক সেই কাণ্ডটাই ঘটিয়ে বসেন প্রত্যেক রবিবার। রবিবার মানেই পছন্দসই খাবার চোখ বন্ধ করে মুখে পুরে নেওয়া। চোখের সামনে সাজানো থরে থরে ধোকলা সঙ্গে শ্রদ্ধার হাতে পাপরি চাট, নিজেই ভিডিও শেয়ার করলেন।

 

 

যদিও এর বাইরে গিয়ে শ্রদ্ধা কাপুর (Shraddha kapor) বেশ কড়া ডায়েট মেনে চলে থাকেন। তার সারাদিনের রুটিনে অধিকাংশ সময়ই থাকে হালকা বাড়ির খাবার। আর খুব একটা বেশিক্ষণ সময় না খেয়ে থাকা ও শ্রদ্ধার পছন্দ নয়। এক নজরে দেখে নেয়া যাক এই ছেলে তার সারাদিনের ডায়েটে কি কি পদ রেখে থাকেন।

ব্রেকফাস্টঃ সকালে শ্রদ্ধা কাপুর খেয়ে থাকেন পোহা, উপমা, ডিমের সাদা অংশের অমলেট।

লাঞ্চঃ দুপুরে শ্রদ্ধা কাপুর খান বয়েল সব্জি, ডাল ও রুটি।

টিফিনঃ বিকেলে শ্রদ্ধা তেমন কিছু নিয়ম মাফিক খান না, তবে প্রতি দুই ঘণ্টাতে কিছু না কিছু খেয়ে থাকেন। বিকেলের দিকে তিনি ড্রাই ফ্রুটস বেশি পছন্দ করেন।  

ডিনারঃ রাতে শ্রদ্ধা কাপুর একটু তারাতারি খেয়ে থাকেন। ডাল, গ্রিল্ড বা বেইক ফিস, ব্রেড বা ব্রাউন রাইস।

শ্রদ্ধা কাপুর সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করে থাকেন। পাশাপাশি প্রতি দু ঘণ্টা ছাড়া ছাড়া তিনি  কিছু না কিছু খাবার খেয়ে খাকেন। খালি পেট রাখা পছন্দ নয় শ্রদ্ধার। শ্যুটিং-এর মাঝে গ্রিন টি পান করেন শ্রদ্ধা। তারপর আর কিছু খান না তিনি।

    আরও পড়ুন- শাহরুখ খান বিজেপিতে যোগ দিলেই যেকোনও ড্রাগ চিনির গুঁড়োতে পরিণত হবে, কটাক্ষ মন্ত্রীর

আরও পড়ুন- হটলুকে বাথরুমে ফ্রেমবন্দি রিয়া, একের পর এক ফ্রেমে শরীরী কায়দায় ভক্তদের ঘুম কাড়লেন সেনকন্যা

আরও পড়ুন-Janhvi Kapoor- শারীরিক ও মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন জাহ্নবী, হঠাৎ কী হল শ্রী-কন্যার

     

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?
গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা