মন কাড়ল প্রকৃতি, দুমাসে তিনবার মলদ্বীপ, শ্রদ্ধা কাপুরের পোস্ট মুহূর্তে ভাইরাল

Published : Apr 06, 2021, 07:58 AM IST
মন কাড়ল প্রকৃতি, দুমাসে তিনবার মলদ্বীপ, শ্রদ্ধা কাপুরের পোস্ট মুহূর্তে ভাইরাল

সংক্ষিপ্ত

সেলেবদের বরাবররের প্রিয় ডেস্টিনেশন মলদ্বীপ সেলিব্রেশন হোক বা ছুটির ফাঁকে  মাঝে মধ্যেই তাঁরা পাড়ি দিয়ে থাকেন এই ডেস্টিনেশনে ঝড়ের বেগে ভাইরাল শ্রদ্ধার ট্রিপ 

বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকাদের মধ্যে এখন শীর্ষ তালিকাতে শ্রদ্ধা কাপুরের নাম। একের পর এক বিগ বাজেট ছবির প্রস্তাব এখন তাঁর হাতে। বছরে তিনটি করে ছবির শ্যুটের কাজ শেষ করছেন তিনি। তাই বলে কি ছুটি মিলবে না! ২০২০ থেকেই সেই ব্যস্ততায় বেশ খানিকটা ভাটা পড়েছে। করোনার জেরে লকডাউন, বন্ধ শ্যুটিং। দিনের পর দিন ঘরে বন্দী থাকা। তবে এবারের ছবিটা আলাদা। 

আরও পড়ুন- শরীরটাই সব, স্কুল থেকেই শুনে আসছি মোটা শব্দটা, সবটাই বিচার হয় ওই ফিগার দিয়েই, বডি শেমিং নিয়ে সরব বিদ্যা

লকডাউন না হলেও কাজ যে খুব এখটা ভালোভাবে করা সম্ভব হচ্ছে এমনটা কখনই নয়। কারণ মহারাষ্ট্রে করোনা ২৪ ঘণ্টা ৫৭ হাজারের মাত্রা ছাড়ালো। এই পরিস্থিতিতে একের পর এক তারকার আক্রান্তের খবর উঠে আসছে সামনে। তাই অনেক প্রযোজক সংস্থা থেকে পরিচালকই এখন শ্যুটিং নিয়ে পিছু পা। যার যেরে খানিক বিরতিতে এখন শ্রদ্ধা। গত দুই মাসে তাঁকে বারে বারে দেখা গিয়েছে মলদ্বীপে। 

 

 

কখনও জন্মদিন সেলিব্রেশন, কখনও আবার পারিবারিক অনুষ্ঠান। তবে এবার নেহাতই প্রকৃতির টানে। আবারও শ্রদ্ধা পৌঁছে গেলেন মলদ্বীপে। মহারাষ্ট্রের করোনার পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। এমন অবস্থায় স্বস্তিতে ভ্যাকেশন ট্রিপেই কয়েকটা দিন একান্তে কাটাতে চান শ্রদ্ধা। সোশ্যাল মিডিয়ায় আবারও ছবি শেয়ার করে লিখলেন, প্রকৃতির কোলে ফিরে আসা। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য