- Home
- Entertainment
- Bollywood
- শরীরটাই সব, স্কুল থেকেই শুনে আসছি মোটা শব্দটা, সবটাই বিচার হয় ওই ফিগার দিয়েই, বডি শেমিং নিয়ে সরব বিদ্যা
শরীরটাই সব, স্কুল থেকেই শুনে আসছি মোটা শব্দটা, সবটাই বিচার হয় ওই ফিগার দিয়েই, বডি শেমিং নিয়ে সরব বিদ্যা
কোথাও ঢুকলেই প্রথমেই সকলের নজরে আসে, ওমা ওজন বেশ খানিকটা কমিয়ে ফেলেছো তো, কিংবা এবাবা ওজন বেড়েছে না! এর বাইরে যেন সৌন্দর্যের কোনও সংজ্ঞাই এখনকার মানুষের কাছে ঠিক গ্রহণ যোগ্যতা পাচ্ছে না, সমাজে থাকা বডি শেমিং নিয়ে বিস্ফোরক বিদ্যা।

বিদ্যা বানাল মানেই এক ভিন্নস্বাদের অভিনয়, যা মানুষের মনে ছাপ ফেলে যাবে। তবে চাবুক ফিগারের তকমা তিনি কোনও দিনই পান নি।
সত্যি কথা বলতে কী তিনি পেতেই চাননি। ছোট থেকেই তাঁকে শুনতে হত মোটা শব্দটা। আর তখন থেকেই বিদ্যার আপত্তি এই নিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে সরব হয়েছিলেন বিদ্যা বানাল। তাঁর মতে বর্তমানে যে ট্রেন্ড চলছে তা সঠিক নয়।
সোশ্যাল মিডিয়া খুললেই জিম, রোগা হওয়ার উপায়, যদি তা হয়ে থাকে সুস্থতার খাতিরে, তাহলে তাতে আপত্তি নেই বিদ্যার।
তবে তা যদি হয়ে থাকে কেবলই শরীরকে লোকের চোখে পার্ফেক্ট করতে তাহলে তা ভুল। এমন প্রশ্নের মুখে অনেকবার পড়েছেন বিদ্যা।
জানালেন এই কারণে ভেঙেছে তাঁর একাধিক সম্পর্কও। কিন্তু একটা ফিগার কখনই কারুর সৌন্দর্যের মাপ কাঠি হতে পারে না।
বরং এই নিয়ে বারে বারে আলোচনা করা মানে একটা মানুষের মনে আঘাত হানা, তাঁকে অনেকখানি পিছিয়ে দেওয়া।
বিদ্যার কথায় শরীর ঠিক যেমন তেমনটাই রাখা উচিত। নিজের অমতে বা কষ্ঠ করে তা লোখের জন্য সুন্দর করে তোলার কী প্রয়োজন!
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।