বেশ কিছুটা উঁচু থেকে ঝাঁপ দিতে হবে, অ্যাকশন স্টান্ট করতে গিয়েই বিপাকে সিদ্ধার্থ

Published : Apr 07, 2021, 08:53 AM IST
বেশ কিছুটা উঁচু থেকে ঝাঁপ দিতে হবে, অ্যাকশন স্টান্ট করতে গিয়েই বিপাকে সিদ্ধার্থ

সংক্ষিপ্ত

শ্যুটিং সেটে গুরুতর আহত সিদ্ধার্থ উঁচু থেকে ঝাঁপ দিতেই দুর্ঘটনা  পায়ে গভীর চোট পান তিনি বর্তমানে বন্ধ শ্যুটিং

বর্তমানে বলিউডে কাজের ধরন বেশ কিছুটা পাল্টে গিয়েছে। পাল্টে গিয়েছে অ্যাকশন, শুটিং, লুক থেকে শুরু করে ছবির উপস্থাপনা। বর্তমানে সুপারস্টাররা, নিজেরাই একশন স্টান্ট করে থাকেন। খিলাড়িকে দিয়ে সূত্রপাত। বর্তমানে এই ট্রেন্ড চলে এসেছে সব অভিনেতার মধ্যেই। সেই তালিকায় নাম লিখিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।

আরও পড়ুন- টলিউড এবার করোনার-হানা, করোনায় আক্রান্ত মোহর গুনগুনের শাশুড়ি

বর্তমানে তিনি মিশন মজনু ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবির সেটে গুরুতর আহত হন সিদ্ধার্থ। পায়ের চোট লাগে, আর তা নিয়ে রীতিমতো শুটিং চালিয়ে যান অভিনেতা। বর্তমানে কোভিড যা পরিস্থিতি তৈরি করেছে, তাতে এটুকু স্পষ্ট যে যত তাড়াতাড়ি শুটিং শেষ করা যায় ততই মঙ্গল। তাই দিন নষ্ট করতে নারাজ ছিলেন তিনি।

 

 

ছবির সেটে একটি দৃশ্য শ্যুট করতে হতো সিদ্ধার্থকে। যেখানে একটি উঁচু জায়গা থেকে ঝাঁপ দিতে বলা হয় তাকে। কথা মত সেই বিপত্তি মাথায় নিয়ে ঝাঁপ দেন সিদ্ধার্থ। নিচে পড়তেই পায়ের গুরুতর চোট লাগে। যার ফলে শুটিংয়ে এখনই ফিরছেন না অভিনেতা। ফলে কিছুদিনের জন্য আপাতত স্থগিত মিশন মজনুর শুটিং। ছবির পরিচালনায় রয়েছেন শান্তনু বাগচী।

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?