সোশ্যাল পেজে ফিটনেসের ঝলক, সোনাক্ষী সিনহার স্কিপিং ভিডিও ভাইরাল

  • রবিবার কী করলেন অভিনেত্রী নিজেই জানালেন
  • প্রথমবার স্কিপিং করে ছবি শেয়ার করলেন তিনি
  • ভিডিও শেয়ার করা মাত্রই তা ভাইরাল
  • শরীরচর্চা করে এক সময় নিজের ওজন কমিয়েছিলেন  এই নায়িকা

নিজের ফিটনেসের বিষয় সকলেই কম বেশি সতর্ক থাকেন। কিন্তু সেলিব্রিটিদের প্রফাইল জুড়ে ভিন্ন ছবিই ধরা দেয়, ফিটনেস নিয়ে কোনও রকম সমঝোতা নয়। নিজের ওজন কমিয়ে সোনাক্ষী সিনহা সকলের নজর কেড়েছে। নিজের সেই ফিগার ধরে রাখার জন্যই প্রতিদিন নিয়ম করেই জিম করেন তিনি। এবার তারই প্রফাইলে সেই ছবি শেয়ার করলেন নায়িকা।

আরও পড়ুনঃ শ্রীদেবীর তৈরি ডায়েট মেনে চলেন জাহ্নবী! সকাল থেকে রাত কী খান নায়িকা

Latest Videos

বর্তমানে সোনাক্ষী সিনহার নাজেহাল পরিস্থিতি, ইভেন্ট সংস্থার অভিযোগে রীতিমতন নাস্তানাবুদ হতে হচ্ছে। তারই মধ্যে নিজের শরীরের প্রতি বিশেষ নজর দিতে ভোলেননি তিনি। ফিট এন্ড ফাইন, এই ফান্ডাতেই বলিউড নায়িকারা এখন নিজেদের শরীরচর্চার ছবি বা ভিডিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী সোনাক্ষীও। এই ভিডিও শএয়ার করা মাত্রই তা ভাইরাল হল নেট দুনিয়ায়।

 

 

প্রথমে দেখলে মনে হতে পারে এটি রিপিট ভিডিও, কিন্তু কিছুক্ষণ পরই তা প্রকাশ্যে আসে এক নিঃশ্বাসে স্কিপিং করেন নায়িকা। রবিবার সকালে এভাবেই কাটালেন তিনি। সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে জানালেন এটাই তার প্রথম স্কিপিং করা। ফলেই তা কেমন হয়েছে জানতে ও চাইলেন তিনি। 

Share this article
click me!

Latest Videos

বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News