সোশ্যাল পেজে ফিটনেসের ঝলক, সোনাক্ষী সিনহার স্কিপিং ভিডিও ভাইরাল

Published : Jul 15, 2019, 07:07 PM IST
সোশ্যাল পেজে ফিটনেসের ঝলক, সোনাক্ষী সিনহার স্কিপিং ভিডিও ভাইরাল

সংক্ষিপ্ত

রবিবার কী করলেন অভিনেত্রী নিজেই জানালেন প্রথমবার স্কিপিং করে ছবি শেয়ার করলেন তিনি ভিডিও শেয়ার করা মাত্রই তা ভাইরাল শরীরচর্চা করে এক সময় নিজের ওজন কমিয়েছিলেন  এই নায়িকা

নিজের ফিটনেসের বিষয় সকলেই কম বেশি সতর্ক থাকেন। কিন্তু সেলিব্রিটিদের প্রফাইল জুড়ে ভিন্ন ছবিই ধরা দেয়, ফিটনেস নিয়ে কোনও রকম সমঝোতা নয়। নিজের ওজন কমিয়ে সোনাক্ষী সিনহা সকলের নজর কেড়েছে। নিজের সেই ফিগার ধরে রাখার জন্যই প্রতিদিন নিয়ম করেই জিম করেন তিনি। এবার তারই প্রফাইলে সেই ছবি শেয়ার করলেন নায়িকা।

আরও পড়ুনঃ শ্রীদেবীর তৈরি ডায়েট মেনে চলেন জাহ্নবী! সকাল থেকে রাত কী খান নায়িকা

বর্তমানে সোনাক্ষী সিনহার নাজেহাল পরিস্থিতি, ইভেন্ট সংস্থার অভিযোগে রীতিমতন নাস্তানাবুদ হতে হচ্ছে। তারই মধ্যে নিজের শরীরের প্রতি বিশেষ নজর দিতে ভোলেননি তিনি। ফিট এন্ড ফাইন, এই ফান্ডাতেই বলিউড নায়িকারা এখন নিজেদের শরীরচর্চার ছবি বা ভিডিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী সোনাক্ষীও। এই ভিডিও শএয়ার করা মাত্রই তা ভাইরাল হল নেট দুনিয়ায়।

 

 

প্রথমে দেখলে মনে হতে পারে এটি রিপিট ভিডিও, কিন্তু কিছুক্ষণ পরই তা প্রকাশ্যে আসে এক নিঃশ্বাসে স্কিপিং করেন নায়িকা। রবিবার সকালে এভাবেই কাটালেন তিনি। সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে জানালেন এটাই তার প্রথম স্কিপিং করা। ফলেই তা কেমন হয়েছে জানতে ও চাইলেন তিনি। 

PREV
click me!

Recommended Stories

কেন মাত্র ১৯ বছর বয়সে প্রকাশ কৌরকে বিয়ে করেন ধর্মেন্দ্র, প্রকাশ্যে এল অজানা তথ্য
আমাকে একা রেখে চলে গেল... স্বামী ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনে আবেগঘন হেমা মালিনীর