Sonali Kulkarni teases Kapil: মারাঠি না জানার জন্য বকা খেতে হল কপিলকে, ধমক দিলেন সোনালি

Published : Dec 19, 2021, 01:15 AM ISTUpdated : Dec 19, 2021, 08:01 AM IST
Sonali Kulkarni teases Kapil: মারাঠি না জানার জন্য বকা খেতে হল কপিলকে, ধমক দিলেন সোনালি

সংক্ষিপ্ত

সম্প্রতি, কপিল শর্মার শো-তে এসেছিলেন সোনালি কুলকার্নি (Sonali Kulkarni), রবি কিষাণ ও সচিন খেদেকর। সেখানে কপিলকে বকা দিলেন সোনালি।

সারাটা দিন কাটে ব্যস্ততার মধ্যে। সারাক্ষণ, মানসিক চাপ। অফিসের কাজ, সংসারের চাপ এর ওপর বাড়তি পাওনা শারীরিক সমস্যা। এই সব নিয়েই জড়জড়িত সকলে। এই সবের থেকে বিরতি দিতে সব সময় প্রস্তুর কপিল শর্মা (Kapil Sharma)। দর্শকদের হাসাতে, মন ভালো করতে সব সময় পরিশ্রম করে চলেছেন কপিল ও তাঁর টিম (Team)। তবে, এত পরিশ্রম করেও বকা খেলেন তিনি। তাও একজন অভিনেত্রীর কাছে। শুধু ভাষা জানেন না বলে, জনসমক্ষে কথা শুনতে হল তাঁকে। 

সম্প্রতি, কপিল শর্মার শো-তে এসেছিলেন সোনালি কুলকার্নি (Sonali Kulkarni), রবি কিষাণ ও সচিন খেদেকর। এই শো-এর প্রোমা ইতিমধ্যে ইউটিউবে (Youtube) দেখা গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, জোড়ে ধমক খেলেন কপিল শর্মা (Kapil Sharma)। তাও সোনালী কুলকার্নির কাছে। বহুদিন ধরেও মুম্বইয়ে থেকে কেন কপিল মারাঠি জানেন না, তা প্রশ্ন করেন সোনালী কুলকার্নি। তিনি প্রশ্ন করেন, কেন শুধু হিন্দি ও ইংরেজিতে কথা বলেন কপিল। কেন এতদিন মুম্বইয়ে থেকেও মারাঠি জানেন না। এর উত্তরে কপিল শর্মা বলেন, তিনি মারাঠি জানেন না। এরপরই বকুনি খেতে হয় কপিলকে। সোনালি কুলকার্নি বলেন, কেন কপিল শুধু হিন্দি (Hindi) ও ইংরেজিতে (English) কথা বলছেন। মারাঠিতে বলছেন না। 

সোনালি কুলকার্নি (Sonali Kulkarni) প্রশ্নের উত্তরে যখন কপিল বলেন, তিনি হিন্দি জানেন না। তখন জোড়ে বকা দেন সোনালী। এরপর কপিল পঞ্জাবি ভাষাতে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, তুমি এতক্ষণ ধরে কথা বলছ। আমাকে বলার সুযোগ দিচ্ছ না। উত্তরে সোনালি (Sonali Kulkarni) বলেন, যেখানে থাকো সেখানের ভাষা একটু জানা দরকার কি না? তবে, সোনালীর এই কথা শুনে বেশ বিরক্ত কপিল ভক্তরা। 

আরও পড়ুন: Aparajita Apu Coming Episode: বিডিও অপু, বাড়ি থেকে দূরে, কীভাবে মোকাবিলা করে হবে দূর্নীতি দূর

আরও পড়ুন: Music Video Promotion-বিগ বস ১৫-র ঘরে আসবে বেবি ডল জুটি, সৌজন্যে মিউজিক ভিডিও মধুবনের প্রমোশন

দ্য কপিল শর্মা শো হল একটি ভারতীয় হিন্দি (Hindi) স্ট্যান্ড আপ কমেডি এবং টক শো। এটি ২০১৬ সাল থেকে শুরু হয়েছে। সোনি টিভিতে সম্প্রচারিত হয় শো-টি। সম্প্রতি, ‘আতরঙ্গি রে’ ছবির প্রচারে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar), সারা আলি খান (Sara Ali Khan) ও আনন্দ এল রাই (Anand L lai)। অনুষ্ঠান চলাকালীন অভিনেতা কিকু সারদার সঙ্গে খুনসুটিতে মেতে উঠলেন অক্ষয়। সঙ্গে ক্যাট-ভিকির বিয়ে নিয়েও চূড়ান্ত ঠাট্টা করেন। যা মন কেড়েছে দর্শকদের। এমনই প্রতিটি এপিসোডেই ঠাট্টা করেন কপিল। যা বেশ আনন্দ দেয় দর্শকদের। হয়তো এই কারণেই দিনে দিনে টিআরপি (TRP) বেড়ে চলেছে ‘দ্য কপিল শর্মা’ (The Kapil Sharma Show) শো-এর।  
 

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী