
দক্ষিণী ছবিতে হাতে খড়িহল শ্রদ্ধা কাপুরের। প্রকাশ্যে আসতে চলেছে প্রভাস অভিনীত ছবি সাহো। নতুন ছবিকে ঘিরে এখন দর্শকদের উত্তেজনা তুঙ্গে। দক্ষিণী ছবির এই হিট অভিনেতা বাহুবলী ছবি করার পর থেকেই দর্শকদের নজর কাড়ে। বক্স অফিসে বিপুল সাফল্যের পর আবার পর্দায় ফিরছেন প্রভাস। তবে চমক এবার বিপরীতে, কারণ প্রভাসের সঙ্গে এবার পর্দায় জোট বাঁধতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। ছবির কাজ শেষ। সম্প্রতিই শুরু হবে ছবির প্রচার কাজ। তারই মধ্যে প্রকাশ্যে আসে ছবির ট্রেলার। অনবদ্য অ্যাকশন সিক্যুয়েন্স, শ্রদ্ধা কাপুরের সঙ্গে তাল মিলিয়ে এবার ডান্স ফ্লোরও কাঁপালেন প্রভাস। তার এক ঝলক মিলল গানের মুক্তির দিন ঘোষনার ভিডিওতে।
গানের নাম সাইকো সাঁইয়া। ডিস্ক, বিট, মিউজিক, জমজমাট ফ্লোরে অনবদ্য শ্রদ্ধা কাপুর। তার তালেই তাল মেলালেন প্রভাস। দুইয়ের যুগোল বন্দীর এক ঝলকে মুগ্ধ দর্শকেরা অপেক্ষায় এখন পুরো গানের।
সম্প্রিত ছবির কাজ শেষ করতে ইউরোপ পারি দিয়েছিলেন সাহো টিম। ছবির স্টান কোরিওগ্রাফি করেছেন কেনি বেটস, পেন ঝ্যাং, ধিলিপ সুব্বায়ণ প্রমুখেরা। ছবির অ্যাকশন ঘিরে থাকছে টানটান উত্তেজনা, যার আভাস মিলেছিল ছবির ট্রেলারেই। আগস্ট মাসেই মুক্তি পাবে ছবি, স্বাধিনতা দিবসের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাহো। ফলেই এখন প্রভাস ও শ্রদ্ধা ব্যস্ত ছবির প্রমোশন নিয়ে। দক্ষিণী ছবি মানেই তা অ্যাকশনে ভরপুর। তবে এবার কোন নতুন চমক নিয়ে আসছেন এই জুটি তাই এখন দেখার বিষয়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।