
২০২০ সালে বদলে গিয়েছিল সোনু সুদের চেনা লুক। সিনেমার পর্দা নয়, বাস্তব জীবনের সাধারন মানুষের চোখে হিরো হয়ে উঠেছিলেন তিনি। লকডাউনে পথে নেমে সাধারণের পাশে দাঁড়িয়েছিলেন সোনু। এক বছরের মাথাতেই সেই একই ভূমিকায় অভিনেতা।
বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ ঝড় তুলছে গোটা দেশে। মহারাষ্ট্রের পরিস্থিতি খুবই খারাপ হয়ে উঠেছে। একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন রাতারাতি। সিং তালিকা থেকে বাদ পড়েননি মাসিহা সোনু। তবে করোনা নিয়ে কোয়ারেন্টাইনে থেকেও মানুষের পাশে দাড়াতে ভুললেন না তিনি। বেড থেকে শুরু করে ওষুধ সবটাই সাধ্যমত জোগাড় করলেন।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতেই মুহূর্তে তা ছড়িয়ে পরলো নেট দুনিয়ায়। সোনু সুদ দুর্গতির গতি। তাই সাধারণ মানুষ সাহায্য চেয়ে হাত বাড়ালেন সোনুর দিকে। যথাসম্ভব সাহায্য করে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা। লিখলেন এই সময়ে একটা ছোট সাহায্য অনেক। সকলেই যেন এগিয়ে আসেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।