প্রেমিককে নিয়ে লাইভে এসে সাফল্য সেলিব্রেশন সুস্মিতার, কিন্তু মুখ ঢেকে কেন রহমান, খোলসা করলেন বলি-সুন্দরী

Published : Apr 20, 2021, 02:13 PM IST
প্রেমিককে নিয়ে লাইভে এসে সাফল্য সেলিব্রেশন সুস্মিতার, কিন্তু মুখ ঢেকে কেন রহমান, খোলসা করলেন বলি-সুন্দরী

সংক্ষিপ্ত

জাতীয় পুরষ্কার পেলেন সুস্মিতা সেন  সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই হাজির লাইভে সেখানেই দেখা মিলল প্রেমিক রহমানের বিচ্ছেদের জল্পনা উড়িয়ে খোশ মেজাজে সুস্মিতা 

সদ্য হাতে উঠে এসেছে জাতীয় পুরষ্কার। এই পুরষ্কারের জন্য গর্বিত সুস্মিতা। আনন্দের সঙ্গে খবর শেয়ার করতেই হাজির হলেন লাইভে। জানালেন, এ দেশের শক্তি মেয়েরা। সোশ্যাল ওয়েলফেয়ার ও উইমেন এমপাওয়ারমেন্ট-এর জন্য এই পুরষ্কার সুম্মিতা সেন হাতে পেয়েছেন। তার জন্যই পরিবারে এখন খুশির মেজাজ। দুই মেয়ে সঙ্গে রহমানকে নিয়ে তাই ভালোই কাটছে সময়। 

আরও পড়ুন- এককামরা ভাড়ার ঘর থেকে সুপার ডিলাক্স বাংলো, নেহার পরিশ্রমের ফল, আজও অতীত চোখে আনে জল 

 

 

 

কয়েকদিন আগেই সামনে এসেছিল খবর, রহমানের সঙ্গে নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে সুস্মিতা সেনের। এক পোস্ট ঘিরেই শুরু হয় জল্পনা। তারপর থেকেই নানা মহলে নানা গুঞ্জন। যদিও সেই জল্পনা এখন অতীত। রহমানকে নিয়েই দিব্যি আছেন সুস্মিতা। তার প্রমাণ মিলল লাইভে। তবে রহমান লাইফে হাজির হেলও নিজের মুখ কেন ঢেকে রাখলেন তিনি! সেই প্রশ্ন মনে জাগতে না জাগতেই উত্তর দিলেন সুস্মিতা। 

 

 

অবাক করা এক কাণ্ড ঘটিয়েছেন সুস্মিতার প্রেমিক। রহমান দাঁড়ি কাটতে গিয়ে কানের পাশে বেশ কিছুটা অংশের চুল কেটে ফেলেছে। তাই হাত দিয়ে মুখের সেই অংশ ঢেকে রেখেছেন তিনি। মুহূর্তে এই ভিডিও হয়ে ওঠে ভাইরাল। নানা মজার ঘটনা শেয়ার করার পাশাপাশি নিজের পুরষ্কারের ছবি শেয়ার করতে ভোলেন না সুস্মিতা। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য