
দেখতে দেখতে চার বছর পার। চোখের পলকে কেটে যাচ্ছে বছরের পর পর। ২৪ ফেব্রুয়ারি, বলিউডের সেই কালো দিন। বলিউড আজ চাঁদনি হারা। আজ মৃত্যুর চার বছর পূর্ণ হল বলিউডের এভারগ্রীণ অভিনেত্রী শ্রীদেবীর (Sridevi Death Anniversary)। আজও তাকে ভুলতে পারেননি দর্শককূল। পর্দায় তার ছবি দেখলে আজও চোখের কোণটা ভিজে যায় অনেকেরই। তার স্মৃতি আজও অমলিন হয়ে আছে বনির মনে। বলিউডের চাঁদনি শ্রীদেবী আজ বেঁচে না থাকলেও সবার মনে তিনি বেঁচে রয়েছেন। এভারগ্রীণ অভিনেত্রীর চতুর্থ তম প্রয়াণ দিবসে বড় মেয়ে জাহ্নবী (Janhvi Kapoor) এবং ছোট মেয়ে খুশি কাপুর (khushi Kapoor) তাদের ছোটবেলার ছবি শেয়ার করেছেন। ছোটবেলায় ফিরে গিয়ে মাকে ঠিক কতটা মিস করেছেন তা স্পষ্ট ধরা পড়েছে জাহ্নবী ও খুশির পোস্টে।
মা শ্রীদেবীর সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করে আবেগপূর্ণ বার্তা শেয়ার করেছেন জাহ্নবী কাপুর। ছবিতে দেখা যাবে মায়ের কোলে বসে রয়েছেন জাহ্নবী। অভিনেত্রী লিখেছেন,আমি এখনও আমার জীবনে তোমার সাথে ছাড়ার চেয়ে আরও বেশি বছর বেঁচে আছি। কিন্তু আমি ঘৃণা করি যে তোমাকে ছাড়া জীবনে আরও একটি বছর যুক্ত হল। আমি আশা করি আমরা তোমাকে গর্বিত মাম্মা করব, কারণ এটিই একমাত্র জিনিস যা আমাদের এগিয়ে রাখবে। চিরকাল ভালবাসি তোমায়। মাকে ছাড়া কতটা একা জাহ্নবী তা বার্তা দিয়েই বুঝিয়ে দিয়েছেন জাহ্নবী কাপুর।
অন্যদিকে মা শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীতে খুশি কাপুরও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট খুশি মায়ের কোলে বসে রয়েছে। মুখে চওড়া হাসি। মা ও মেয়ে হাসিমুখের ছবিতেই মন কেড়েছে অনুরাগীদের। ছবি পোস্ট করে ক্যাপশনে কিছুই লেখেননি খুশি কাপুর। শুধুমাত্র সাদা হার্টের ইমোজি ক্যাপশনে দিয়েছেন।
আরও পড়ুন-গলায় জ্বলজ্বল করছে 'লাভ বাইট', মিথ্যে বলে ক্ষোভ উগরে দিলেন উর্বশী
আরও পড়ুন-'মাত্র ১৪ বছরে রণবীরকে প্রথম দেখেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম', প্রেমের কেচ্ছা ফাঁস আলিয়ার
আরও পড়ুন-বক্ষযুগল চেপে ধরেই নিতম্বে নোংরা স্পর্শ, একাধিকবার শ্লীলতাহানির শিকার হয়েছিলেন এই তারকারা
তবে এই প্রথমবার নয়, মাঝেমধ্যেই নিজের শৈশবে ফিরে যান জাহ্নবী। এর আগেও নিজের আবেগ ধরে রাখতে পারেন নি জাহ্নবী। মাতৃ বিয়োগের যন্ত্রণা আটকাতে না পেরে পুরো পরিবারের সঙ্গেও ছবি শেয়ার করেছিলেন। দেখতে দেখতে কেটে গেল চার বছর। যার মৃত্যুর খবরে নড়ে গিয়েছিল গোটা বিশ্ব। দুবাইয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়েই অসুস্থ হয়ে গিয়েছিলেন শ্রীদেবী। বাথটবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন শ্রী। আর সেই দিন যেন আবারও পুরোনো স্মৃতিকে উস্কে দিয়েছে। আজ ৪ বছর পার হয়ে গেলে শ্রী-র মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।