
কথা ছিল অভিনেত্রীই হবেন সুহানা খান। শাহরুখ খানের মেয়ে। করণ জোহার নিজের নেপটিজমের ছড়ি ঘুরিয়ে শাহরুখের মেয়েকে নিজের ছবিতে কাস্ট করার কথাও ভেবে ফেলেছেন। বলিউড ডেবিউ করার আগেই ভোগ ম্যাগিজিনে শ্যুটও হয়ে গিয়েছে সুহানার। তবে এক ভাইরাল হওয়া ভিডিওতে সকলের ভাবনা, অভিনেত্রী নন ব়্যাপার হবেন সুহানা।
যে ভিডিওটি এই লকডাউনের মাঝে ভাইরাল হয়েছে সেখানে সুহানাকে একেবারে প্রফেশনাল ব়্যাপারের মত ব়্যাপ করতে দেখা গিয়েছে। তাই অনেকের অনুমান অভিনেত্রীর পাশাপাশি ব়্যাপারও হতে পারেন তিনি। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন।
আরও পড়ুনঃরন্ধীরের জন্মদিনই শেষ পারিবারিক অনুষ্ঠান ঋষির, ছবি ভাইরাল নেটদুনিয়ায়
তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়াতে চলেছে পয়ত্রিশ হাজারেরও বেশি। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।