বিশ্ব রের্কড গড়ল রামায়ণ, এক দিনে ৭৭ মিলিয়ন ভিউজ পেয়ে সর্বশ্রেষ্ঠ তালিকা জায়গা করে নিল এপিক সাগা

Published : May 02, 2020, 02:59 AM ISTUpdated : May 02, 2020, 03:36 AM IST
বিশ্ব রের্কড গড়ল রামায়ণ, এক দিনে ৭৭ মিলিয়ন ভিউজ পেয়ে সর্বশ্রেষ্ঠ তালিকা জায়গা করে নিল এপিক সাগা

সংক্ষিপ্ত

রামায়ণের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে।  ওয়ার্ল্ডওয়াইড সবচেয়ে বেশি ভিউজ পেয়েছে রামায়ণ। একদিনে ৭৭ মিলিয়ন ভিউজ নিয়ে টেক্কা দিল ওয়েস্টার্ন সিরিজ গেম অফ থ্রোনসকেও।  

রামায়ণের পনুঃসম্প্রচারের পর থেকেই ওয়েবের দুনিয়াকেও টিআরপির ক্ষেত্রে টক্কর দিচ্ছে। এবার গোটা ভারত ছেড়ে বিশ্বের মধ্যে টক্কর দিল রামায়ণ। এক দিনে ৭৭ মিলিয়ন ভিউজ নিয়ে বিশ্ব রেকর্ড গড়ল রামায়ণ। ছাপিয়ে গেল গেম অফ থ্রোনসকেও। লকডাউনের কারণে বহু পুরনো অনুষ্ঠান, ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট শুরু হয়েছে। 

আরও পড়ুনঃঅভিনেত্রী হিসেবে নয় ব়্যাপার হিসেবে ডেবিউ হবে সুহানার, ভাইরাল হওয়া ভিডিওতে নেটিজেনের অনুমান

সেখানে রামায়ণের ধারে কাছে নেই কোনও শো। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। 

আরও পড়ুনঃরন্ধীরের জন্মদিনই শেষ পারিবারিক অনুষ্ঠান ঋষির, ছবি ভাইরাল নেটদুনিয়ায়

তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়াতে চলেছে পয়ত্রিশ হাজারেরও বেশি। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে