শাহরুখের উপরে রেগে নিজের প্যান্ট ছিঁড়ে ফেলেছিলেন সানি! ২৬ বছর পরেও কোনও কথা নেই দুজনের

swaralipi dasgupta |  
Published : Jun 18, 2019, 06:35 PM IST
শাহরুখের উপরে রেগে নিজের প্যান্ট ছিঁড়ে ফেলেছিলেন সানি! ২৬ বছর পরেও  কোনও কথা নেই দুজনের

সংক্ষিপ্ত

সলমনের সঙ্গে এক কালে মন কষাকষি হয়েছিল শাহরুখের  সে সব পরে দুজনেই মিটমাট করে নিয়েছিলেন কিন্তু ২৬ বছর পরেও সানি দেওলের সঙ্গে কোনও কথা বলেননি শাহরুখ  

সলমনের সঙ্গে এক কালে মন কষাকষি হয়েছিল শাহরুখের। সে সব পরে দুজনেই মিটমাট করে নিয়েছিলেন। কিন্তু ২৬ বছর পরেও সানি দেওলের সঙ্গে কোনও কথা বলেননি শাহরুখ। 

১৯৯৩ সালে ডর ছবির সেটে যশ চোপড়া ও শাহরুখের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন সানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়ে সানিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হয়তো সে সময়ে শাহরুখ ও যশ চোপড়া ভয় পেয়েছিলেন কারণ ভুলটা ওদেরই ছিল। 

ওই  ছবিতে একটি দৃশ্য ছিল যেখানে সানিকে ছুরি মারছেন শাহরুখ। ওই দৃশ্যটি নিয়েই কথা কাটাকাটি শুরু হয় যশ চোপড়া ও শাহরুখের সঙ্গে। 

সানির কথায়, যশ জি বয়স্ক মানুষ। আমি ওঁকে শ্রদ্ধা করি। তাই কিছু না বলে নিজের হাত পকেটে ঢুকিয়ে রাখি। কিন্তি আমি এতই রেগেছিলাম যে পরে দেখি রেগে গিয়ে নিজের প্যান্টটাই ছিঁড়ে ফেলেছি। 

২৬ বছর পরেও শাহরুখের সঙ্গে কোনও কথা না বলার বিষয়ে সানি বলেন, এরকম না যে আমি কথা ইচ্ছে করে বলিনি। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আমাদের আর দেখা হয়নি। তাই কথা বলার তো প্রশ্নই নেই। 

খলনায়কের চরিত্রেও শাহরুখ মন জয় করেছিলেন ডর ছবিতে। সানি জানিয়েছেন যে ভাবে তাঁর চরিত্রটিকে গৌরবান্বিত করা হয়েছিল তা তিনি মোটেই পছন্দ করেননি। 

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী