ফোন নম্বর ভাইরাল করে ক্ষমা চাইলেন সানি! কী বললেন অভিনেত্রী

swaralipi dasgupta |  
Published : Aug 03, 2019, 08:57 PM IST
ফোন নম্বর ভাইরাল করে ক্ষমা চাইলেন সানি! কী বললেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

পাটিয়ালা হাউস ছবি মুক্তির পর থেকেই ভাইরাল হয়ে যায় যুবকের ফোন নম্বর দিনে ২০০ টি ফোন রিসিভ করে একটা প্রশ্নই শোনেন তিনি  এটা কি সানি লিওনের ফোন নম্বর। ছবিতে সানির একটি ফোন নম্বর দেখানো হয়েছে আর দুর্ভাগ্যবশত সেই নম্বরটি বাস্তবে ও দিল্লির যুবক পুণীত আগরওয়াল ব্যবহার করেন

পাটিয়ালা হাউস ছবি মুক্তির পর থেকেই ভাইরাল হয়ে যায় যুবকের ফোন নম্বর। দিনে ২০০ টি ফোন রিসিভ করে একটা প্রশ্নই শোনেন তিনি। এটা কি সানি লিওনের ফোন নম্বর। ছবিতে সানির একটি ফোন নম্বর দেখানো হয়েছে। আর দুর্ভাগ্যবশত সেই নম্বরটি বাস্তবে ও দিল্লির যুবক পুণীত আগরওয়াল ব্যবহার করেন। 

ছবিতে ব্যবহার করা ওই নম্বর এতটাই ভাইরাল হয় যে প্রেক্ষাগৃহ থেকেই অনেকে নম্বর ডায়াল করেন। আর প্রতিবারই পুণীত জানান এটি রং নম্বর।  ছবিটি সেই ভাবে বক্স অফিসে কাজ না করলেও, ওই ফোন  নম্বরটি মুহূর্তে ভাইরাল হয়। 

ছবিতে সানির চরিত্রের নাম বেবি নারুলা। বেবি নারুলা একটি আইটেম গানে নাচার পরেই অর্জুন পাটিয়ালাকে তার নম্বর দেয়। ব্যস এখানেই সানির ভক্তরা কূপোকাত। অভিনেত্রী গলার আওয়াজ শুনতে তাই পুণীতের নম্বর ডায়াল করেন তাঁরা। এই ঘটনা জানা মাত্রই এক জাতীয় সংবাদমাধ্যমের কাছে ক্ষমা চান সানি। 

সানি লিওন বলেন, আমি দুঃখিত। আমি বুঝতে পারিনি এটা হবে তোমার (পুণীত) সঙ্গে। তবে তোমায় নিঃসন্দেহে মজার লোকজন ফোন করেছেন! 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?