ফোন নম্বর ভাইরাল করে ক্ষমা চাইলেন সানি! কী বললেন অভিনেত্রী

  • পাটিয়ালা হাউস ছবি মুক্তির পর থেকেই ভাইরাল হয়ে যায় যুবকের ফোন নম্বর
  • দিনে ২০০ টি ফোন রিসিভ করে একটা প্রশ্নই শোনেন তিনি
  •  এটা কি সানি লিওনের ফোন নম্বর। ছবিতে সানির একটি ফোন নম্বর দেখানো হয়েছে
  • আর দুর্ভাগ্যবশত সেই নম্বরটি বাস্তবে ও দিল্লির যুবক পুণীত আগরওয়াল ব্যবহার করেন
swaralipi dasgupta | Published : Aug 3, 2019 3:27 PM IST

পাটিয়ালা হাউস ছবি মুক্তির পর থেকেই ভাইরাল হয়ে যায় যুবকের ফোন নম্বর। দিনে ২০০ টি ফোন রিসিভ করে একটা প্রশ্নই শোনেন তিনি। এটা কি সানি লিওনের ফোন নম্বর। ছবিতে সানির একটি ফোন নম্বর দেখানো হয়েছে। আর দুর্ভাগ্যবশত সেই নম্বরটি বাস্তবে ও দিল্লির যুবক পুণীত আগরওয়াল ব্যবহার করেন। 

ছবিতে ব্যবহার করা ওই নম্বর এতটাই ভাইরাল হয় যে প্রেক্ষাগৃহ থেকেই অনেকে নম্বর ডায়াল করেন। আর প্রতিবারই পুণীত জানান এটি রং নম্বর।  ছবিটি সেই ভাবে বক্স অফিসে কাজ না করলেও, ওই ফোন  নম্বরটি মুহূর্তে ভাইরাল হয়। 

Latest Videos

ছবিতে সানির চরিত্রের নাম বেবি নারুলা। বেবি নারুলা একটি আইটেম গানে নাচার পরেই অর্জুন পাটিয়ালাকে তার নম্বর দেয়। ব্যস এখানেই সানির ভক্তরা কূপোকাত। অভিনেত্রী গলার আওয়াজ শুনতে তাই পুণীতের নম্বর ডায়াল করেন তাঁরা। এই ঘটনা জানা মাত্রই এক জাতীয় সংবাদমাধ্যমের কাছে ক্ষমা চান সানি। 

সানি লিওন বলেন, আমি দুঃখিত। আমি বুঝতে পারিনি এটা হবে তোমার (পুণীত) সঙ্গে। তবে তোমায় নিঃসন্দেহে মজার লোকজন ফোন করেছেন! 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
Dilip Ghosh: কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি