- Home
- Entertainment
- Bollywood
- এককামরা ভাড়ার ঘর থেকে সুপার ডিলাক্স বাংলো, নেহার পরিশ্রমের ফল, আজও অতীত চোখে আনে জল
এককামরা ভাড়ার ঘর থেকে সুপার ডিলাক্স বাংলো, নেহার পরিশ্রমের ফল, আজও অতীত চোখে আনে জল
- FB
- TW
- Linkdin
বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নেহা কক্কর। তাঁর ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়।
এমনই পরিস্থিতিতে অতীতের দিন আজও তাড়িয়ে নিয়ে বেড়ায় গায়িকাকে। জীবনের শুরুটা ঠিক এমন ছিল না।
ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে কাটে ছোটবেলা। ঋষিকেষের এক কামরার ঘরে এক সময় ভাড়া থাকতেন তিনি।
সেই ঘরে থাকত গোটা কক্কর পরিবার। ঘরের মধ্যে দুপুরে মা টেবিল পাততেন, সেখানেই হত খাওয়া দাওয়া তাঁদের ডাইনিং রুম।
বর্তমানে সেই অঞ্চলেই নিজের বাংলো তৈরি করেছেন নেহা। ফলে আজও সেই অতীতের দিন তাঁর চোখে জল এনে দেয়।
একই পোশাকে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি ও নিজের বাংলোর সামনে দাঁড়িয়ে ছবিটা দিয়ে নিজের সফরের স্পষ্ট ছবি তুলে ধরলেন নেহা।
বর্তমানে সেই নয়া বাংলোতেই জুটিতে গানে মগ্ন অবসরে। সেই ছবিও তুলে ধরলেন নেহা।
এখন তাঁর কাছে জীবনটা সম্পূর্ণ অন্যরকমের, যা এক সময় কস্পনাও করতে পারেননি তিনি। সবটাই নিজেরই করা।