আত্মহত্যা করলেন 'তারক মেহতা কা উল্টা চশমা' লেখক, সাইবার জালিয়াতিকে দায়ী করল পরিবার

Published : Dec 04, 2020, 08:38 PM IST
আত্মহত্যা করলেন 'তারক মেহতা কা উল্টা চশমা' লেখক, সাইবার জালিয়াতিকে দায়ী করল পরিবার

সংক্ষিপ্ত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরের রেশ কাটতে না কাটতেই ফের আত্মহত্যার খবর বিনোদন জগতে আত্মঘাতী হলেন 'তারক মেহতা কা উল্টা চশমা'র লেখক অভিষেক মকওয়ানা সুইসাইড নোটে আর্থিক সমস্যার কথা উল্লেখ করেছিলেন তিনি পরিবারের বক্তব্য অবশ্য আলাদা

হিন্দি টেলি জগতের অন্যতম সিটকম হল 'তারক মেহতা কা উল্টা চশমা'। বহু বছর ধরে হিন্দি টেলিভিশনের শীর্ষ তালিকার মধ্যে থাকে এই সিরিয়াল। আর সেই ধারাবাহিকের লেখকেরই কি না আর্থিক সমস্যা। আত্মঘাতী হলেন ধারাবাহিকের লেখক অভিষেক মকওয়ানা। গত ২৭ নভেম্বর আত্মঘাতী হয়েছেন অভিষেক। এমনকী ছেড়ে গিয়েছেন একটি সুইসাইড নোটও। যেখানে তিনি নিজের আর্থিক সমস্যা এবং ব্যক্তিগত জীবনের কিছু সমস্যার কথা উল্লেখ করেছিলেন। 

দীর্ঘ কয়েক বছর ধরে 'তারক মেহতা কা উল্টা চশমা'র জন্য স্ক্রিপ্ট লিখতেন অভিষেক। হঠাৎ তাঁর এই আত্মঘাতী হওয়ার ঘটনায় শোকাহত হয়েছে ধারাবাহিকের সঙ্গে জড়িত কলাকুশলীরা। অভিষেকের মুম্বইয়ের ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সুইসাইড নোটে আর্থিক সমস্যার কথা লেখাতেই সেই বিষয় খতিয়ে দেখবে পুলিশ। অভিষেকের ভাই জ্যানিসের কথায়, অভিষেকের জীবনের কোনও সমস্যার কথা সে কিছুই জানত না। অভিষেকের মৃত্যুর পর একের পর এক হুমকি আসছে ফোনের মাধ্যমে। 

আরও পড়ুনঃবিয়ের পর প্রথম 'গ্লানি' প্রকাশ্যে আনলেন অনির্বাণ, কাকে ফোকাসে রেখে চলল ফোটোশ্যুট

 

লেখকের আত্মহত্যার কারণ হিসেবে সাইবার জালিয়াতিকেই দোষারোপ করছে পরিবার। কীসের জন্য হুমকি পেতেন অভিষেক তা এখনও স্পষ্ট হয়নি। অভিষেকের মেইল ঘেটে জানা যায়, দুটি নম্বরই আন্তর্জাতিক। একটি মায়ানমারের এবং আরও একটি বাংলাদেশের। এছাড়া বাকি নম্বরগুলি ভারতের। ভাই আরও জানায়, একটি 'ইজি লোন' নামক অ্যাপের মাধ্যমে সামান্য টাকা ধার করেছিলেন। যদিও সুদের হার ছিল অনেকখানি। সেই অ্যাপ থেকেই বারে বারে ফোন আসছে বলে অভিযোগ পরিবারের। 
    

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে