টিজারেই বাজিমাত, টেলিভিশন সুপারম্যান শক্তিমান এবার বড়পর্দায়

সকলের প্রিয় সুপারম্যান শক্তিমান এবার পর্দায়, বৃহস্পতিবার টিজার মুক্তি মাত্রই ছড়িয়ে পড়ল চা়ঞ্চল্য। আসছে বড় পর্দায়। 

রবিবার বেলা মানেই টিভির পর্দায় শক্তিমান (Shaktiman) । ছোটদের পছন্দের ঘরের গদাধর যেন ছিল পরিবারের একজন, সকলের প্রিয় এই সুপার হিরো বারে বারে উঠে আসত খবরের শিরোনামে, কখনও জনপ্রিয়তাকে কেন্দ্র করে, কখনও আবার আসত বেশ কিছু শিশুর দুঃসাহসিক পদক্ষেপকে কেন্দ্র করে। যেখানে শক্তিমানকে সাবধান করতে দেখা যেত বারে বারে, ধারাবাহিকের (Famous Serial) শেষে এসে তিনি জানাতেন, কোনও রকমের স্টান্ট যেন ছোটরা বাড়িতে না করে, পছোটদের সেই প্রিয় বন্ধু শক্তিমান ফিরছে আবার, তবে ছোট পর্দায় নয়। বৃহস্পতিবারই মিলল নয়া চমক (New Release News)। 

বৃহস্পতিবার সন্ধ্যায়, সোনি পিকচার্স ইন্ডিয়া (Sony Picturs Of India) টুইটারে শক্তিমানের ফিরে আসার খবর শেয়ার করা হয়। মুক্তি পায় ছবির টিজার (Teaser Release)। এখানেই একটি উড়ন্ত ক্যামেরা এবং চশমা দেখানো হয়েছে, যেগুলো শক্তিমানের সাধারণ রূপ সাংবাদিক গঙ্গাধর শাস্ত্রীর পরিচিত সিম্বল, এখানেও শেষ নয়, চোখে পড়ে সুপারহিরোর (Super Hero) বুকে প্রতীকটি। ভিডিওটিতে লেখা রয়েছে, "যেহেতু অন্ধকার এবং খারাপ প্রভাব মানবতার উপর বিরাজ করছে, তাই এবার তার ফিরে আসার সময় হয়েছে।" এরপর টিজারে শক্তিমান এর পোশাককে আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়। 

Latest Videos

 

 

ভিডিওটির ক্যাপশন দেওয়া হয়েছে, "ভারত এবং সারা বিশ্বে আমাদের অনেক সুপারহিরো চলচ্চিত্রের দুর্দান্ত সাফল্যের পরে, আমাদের দেশের সুপারহিরোর সময় এসেছে এবার!" একটি ফলো-আপ টুইটে, স্টুডিও-র তরফ থেকে লেখা হয়, "আমরা ব্রিউইং থটস প্রাইভেট লিমিটেড এবং মুকেশ খান্নার ভীষ্ম ইন্টারন্যাশনালের সাথে হাত মেলাতে পেরে আনন্দিত। শক্তিমান ছবি আসছে...।  

আরও পড়ুন-হুবহু যেন অমৃতা সিং, সারা আলি খানকে 'মায়ের কার্বন কপি' বললেন নেটিজেনরা

আরও পড়ুন-স্তন বার করে প্রকাশ্যেই ব্রেস্ট ফিডিং, 'এটাই আমার পুরো জীবন', পোস্টে জানালেন ইভলিন

আরও পড়ুন-গায়ে নেই সুতোর লেশমাত্র, সঙ্গমের দৃশ্যে নগ্ন হতে পিছপা হন নি এই বলি তারকারা

যদিও এখনও ছবি মুক্তির তারিখ ঘোষণা করেনি বা পর্দায় চরিত্রটি কে অভিনয় করবে তাও সামনে আসেনি। চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শের মতে, এই প্রজেক্টে 'বলিউডের অন্যতম প্রধান সুপারস্টার' অভিনয় করবেন এবং 'শীর্ষ নাম' দ্বারা পরিচালিত হবে। শক্তিমান মূলত একটি টিভি সিরিজ যা ১৯৯৭ সালে দূরদর্শনে সম্প্রচার শুরু হয়েছিল। নাম ভূমিকায় মুকেশ খান্না অভিনীত, এতে কিটু গিদওয়ানি, বৈষ্ণবী, সুরেন্দ্র পাল এবং টম অল্টারের কাস্ট ছিল। শো-টি একটি বিশাল জনপ্রিয় ছিল এবং প্রায় আট বছর ধরে ৪৫০টি পর্বের জন্য চলে। শক্তিমান চরিত্রটি এক অতিপ্রাকৃত শক্তি ধারণকারী একটি সুপারস্টার, যাকে বিশ্বের খারাপের বিরুদ্ধে লড়াই করার জন্য সর্বদাই দেখা গিয়েছে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury