প্রয়াত হলেন 'কাহানি ঘর ঘর কি' অভিনেতা সচিন কুমার, শোকের ছায়া বিনোদন জগতে

  • প্রয়াত হলেন  টেলিভিশনের অন্যতম জনপ্রিয়অভিনেতা সচিন কুমার 
  •  তার এই অকাল  প্রয়াণে শোকে ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
  • হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন
  • চিত্রগ্রাহক হিসেবেও তিনি বেশ পরিচিত

একের পর এক মৃত্যু সংবাদ। বলি থেকে টেলি টাউন এভাবেই সকলে ছেড়ে চলে যাচ্ছেন একে একে। প্রয়াত হলেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়াল 'কাহানি ঘর ঘর কি' অভিনেতা সচিন কুমার। সূত্র থেকে জানা গেছে হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন। তার এই অকাল  প্রয়াণে শোকে ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

আরও পড়ুন-মিশর রহস্যের থ্রো-ব্যাক ছবি শেয়ার সৃজিতের , কবে আসছে নতুন ফেলুদা...

Latest Videos


সদ্যই প্রয়াত হয়েছে ইরফান খান, ঋষি কাপুর, ক্রাইম পেট্রল খ্যাত অভিনেতা শফিক আনসারি, পিকে অভিনেতা সাই গুন্ডেওয়ার। একজনের মৃত্যশোক কাটতে না কাটতেই আরেকজনের মৃত্যসংবাদ। এ যেন মড়ক লেগেছে। সচিনের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত তার অন্যতম সহ অভিনেতা চেতন হংসরাজ। তার মৃত্যতে ভীষণ ভাবেই আঘাত পেয়েছেন চেতন। তিনি গভীর শোকপ্রকাশ করেছেন অভিনেতার অকাল মৃত্যুতে।

 

 

আরও পড়ুন-লকডাউনে স্মৃতিচারণায় ভাসলেন কোয়েল, শেয়ার করলেন থ্রোব্যাক মুহূর্ত...


সূত্র থেকে আরও জানা গেছে তিনি ঘুমতে গিয়েছিলেন। আর সেই ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে অভিনেতার। ঘুম আর ভাঙল না সচিনের। প্রিয়জনদের ছেড়ে ঘুমের মধ্যেই অকালে চলে গেলেন অভিনেতা। তার  মৃত্যুতে বিনীত রায়না, রাকেশ পাল, সুরভি তিওয়ারি গভীর শোকপ্রকাশ করেছেন। কাহানি ঘর ঘর কি পরও বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গেছে। মূলত নেগেটিভ চরিত্রেই নজর কেড়েছিলেন সচিন। এছাড়া চিত্রগ্রাহক হিসেবেও তিনি বেশ পরিচিত। বেশ কিছুদিন ধরে টেলিভিশন থেকে সরে এসে ছবি তোলাতেই মন দিয়েছিলেন অভিনেতা। তিনি আর নেই। এটা যেন মেনে নিতেই পারছেন না তার সহকর্মীরা।


 

Share this article
click me!

Latest Videos

'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today