'ব্রা-প্যান্টি' পরব কিনা সেটা একান্তই আমার ব্যক্তিগত, অন ক্যামেরায় ক্ষোভ উগরে দিলেন উরফি

এবার অন ক্যামেরায় নিজের ক্ষোভ উগরে দিলেন উরফি জাভেদ। তিনি যে ব্রা পরতে খুব একটা পছন্দ করেন না তা সকলেরই জানা। এবার গলা চড়িয়ে উরফি জাভেদ বললেন, ব্রা-প্যান্টি আমি পরেছি কি পরিনি এটা নিয়ে এত মাথাব্যথা কেন, তোমরা তোমাদেরটা দেখ। অন্তর্বাস পরাটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কাটাছেড়া পোশাক পরা নিয়ে যেভাবে লেখালিখি হচ্ছে এবং ইয়ং জেনারেশনের কাছে যেভাবে আমাকে নিয়ে অশ্লীলতার সীমা পার করছে, তা কেন হচ্ছে, এবার সোশ্যাল মিডিয়াতেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন উরফি জাভেদ (Urfi Javed) । ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

উরফি জাভেদের সঙ্গে কন্ট্রোভার্সি যে ওতপ্রোত ভাবে জড়িত তা প্রায় সকলেরই জানা।  কোনও না কোনও কারণে তিনি বিতর্কে জড়িয়ে পড়েন হামেশাই। নেটপাড়ার হট সেনসেশনের বোল্ডনেসে কাঁপছে সোশ্যাল মিডিয়া। অন্তর্বাস পরতে যে মোটেই পছন্দ করেন না সেটাই যেন ক্রমশ স্পষ্ট।  যদিও এটা নতুন কিছু নয়। অভিনয় না করেও কীভাবে সংবাদের শিরোনামে থাকা যায়, তা বোধহয় উরফির (Urfi Javed) থেকে ভাল কেউই জানেন না। তিনি না থাকলে হয়তো সেটা জানাও সম্ভব হতো না। তার কোনও পোশাক পরা মানেই সেটা হট ভাইরাল (Viral Photo)। পাপারাৎজির চোখ সর্বদাই থাকে তার উপরে। তিনিও কাউকে নিরাশ করেন না। পাপারাৎজিদের সর্বদাই হাসিমুখে পোজ দেন নেটপাড়ার হট সেনসেশন।

 এবার অন ক্যামেরায় নিজের ক্ষোভ উগরে দিলেন উরফি জাভেদ (Urfi Javed) । তিনি যে ব্রা পরতে খুব একটা পছন্দ করেন না তা সকলেরই জানা। এবার গলা চড়িয়ে উরফি জাভেদ বললেন, ব্রা-প্যান্টি আমি পরেছি কি পরিনি এটা নিয়ে এত মাথাব্যথা কেন, তোমরা তোমাদেরটা দেখ। অন্তর্বাস পরাটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কাটাছেড়া পোশাক পরা নিয়ে যেভাবে লেখালিখি হচ্ছে এবং ইয়ং জেনারেশনের কাছে যেভাবে আমাকে নিয়ে অশ্লীলতার সীমা পার করছে, তা কেন হচ্ছে, এবার সোশ্যাল মিডিয়াতেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন উরফি জাভেদ। ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

Latest Videos

 

 

আরও পড়ুন-সুডৌল স্তনযুগলকেও হার মানাচ্ছে নিতম্ব, 'সেক্সবম্ব' মালাইকার শরীরী নেশায় পুড়ে ছাই সাইবারবাসী

আরও পড়ুন-চরম হেনস্তার শিকার হয়ে নিজের মুখও দেখতে চাইতেন না বিদ্যা বালন, কেন জানেন

আরও পড়ুন-কালারিং সুইমস্যুটে গর্জিয়াস ক্যাটরিনা, হোলির আগেই সুপারহট লুকে শরীরী মোচড় ভিকি ঘরনির

 

উরফির এই মন্তব্যে অনেকেই অভিনেত্রীর সঙ্গে একমত হয়েছেন। কেউ আবার উরফির এই মন্তব্যে পাল্টা কদর্য কমেন্টে ভরিয়ে দিয়েছেন। নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, অন্তর্বাস পরতে ভুলে গেলেও মেক আপ করতে ভোলেন নি তো। কেউ বলেছেন, এই মেয়ে পুরোপুরি পাগল, যা কিছু বলে দেয়, আবার যা কিছু পরেও নেয় নিজের মতো করে। উরফি জাভেদ মানেই হট ট্রেন্ডিং। নেটদুনিয়ার উষ্ণতার পারদ চড়াতে সিদ্ধহস্ত উরফি। বিগ বস ওটিটি-র দৌলতে ভাগ্য ফিরেছে উরফি জাভেদ।  সর্বদাই শরীরী উষ্ণতায় নেশা ধরাচ্ছেন নেটদুনিয়ার হট সেনসেশন। অভিনয়ের জন্য নয়, বরং অদ্ভুত পোশাকের কারণেই বারেবারে ট্রোলড হন উরফি জাভেদ। সাহসী খোলামেলা পোশাকে সর্বদাই নেটপাড়ায় উত্তেজনা ধরে রাখছেন উরফি জাভেদ (Urfi Javed)।  উদ্ভট সাজ পোশাকে, কাটাছেড়া পোশাক পরা, ফ্যাশন সেন্স- এর জন্য বারেবারে জঘন্য মন্তব্যেরও শিকার হতে হয় উরফিকে।  তবে এগুলোকে খুব একটা বেশি পাত্তা দেন না উরফি। কারণ ট্রোলড হওয়াটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রতি মুহূর্তেই  উরফিকে ঘিরে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। এবারও তার অন্যথা হল না।  সাহসী খোলামেলা পোশাকে সর্বদাই নেটপাড়ায় উত্তেজনা ধরে রাখছেন উরফি জাভেদ ।  প্রতিদিনই উদ্ভট ফ্যাশন সেন্সে নিজেকে মেলে ধরছেন উরফি জাভেদ। যা তাকে খবরের শিরোনামে নিয়ে আসছে। কোনওভাবেই যেন তিনি থামবেন না, কিংবা তাকে যে থামানো যাবে না । 

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia