আম্বানিদের বাড়িতে পরিচারিকার কাজ করতেন এই সুপার হট বলিউড নায়িকা, চেনেন তাকে?

Published : Apr 23, 2022, 07:16 AM IST
আম্বানিদের বাড়িতে পরিচারিকার কাজ করতেন এই সুপার হট বলিউড নায়িকা, চেনেন তাকে?

সংক্ষিপ্ত

 মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির বাড়িতে কাজ করা এক মেয়ে আজ বলিউডের সুপার হট অভিনেত্রী। শুনলে অনেকেই চোখ কপালে তুলবেন। কিন্তু এটাই সত্যি। 

রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে নিয়ে এখন পেজ থ্রির পাতা সবসময়েই সরগরম। বলিউডের সঙ্গে তার যে গভীর সম্পর্ক ছিল সেকথা প্রায় সকলেরই জানা। প্রাক্তন বিশ্বসুন্দরীরাও তার কোটি কোটি সম্পত্তির লোভে সম্পর্কে জড়িয়েছিলেন। এমনকী বলি নায়িকা টিনা মুনিমকেও পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও শেষমেষ বিয়ে করেছিলেন অনিল আম্বানি।

মুকেশ অম্বানিকে তো এখন ছোট থেকে বড় সকলেই চেনেন। দেশের তথা বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তিদের মধ্যে একজন তিনি। তবে অনেকেই হয়তো জানেন না মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির বাড়িতে কাজ করা এক মেয়ে আজ বলিউডের সুপার হট অভিনেত্রী। শুনলে অনেকেই চোখ কপালে তুলবেন। কিন্তু এটাই সত্যি। 

একসময় এই অভিনেত্রী কাজ করতেন অনিল আম্বানির বাড়িতে। জীবনের শুরু থেকেই স্ট্রাগল করতে দেখা গিয়েছে এই বলি ডিভাকে। আম্বানির পরিবারে রান্নার কাজ করা এই মহিলা আজ বলিউডের ‘ড্রামা কুইন’ নামে পরিচিত। এবার চিনতে পেরেছেন নিশ্চই। তিনি আর কেউ নন বি টাউনের অভিনেত্রী রাখি সাওয়ান্ত। অভিনয়ের গুন থাকলেও বহুবার বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। এমনকি রিতেশকে বিয়ে করে দীপক কালালের সাথে ফুলশয্যার কথা ঘোষণা করে শিরোনামে আসেন তিনি। এছাড়াও বিগ বসের দৌলতে রাখির জনপ্রিয়তা বেড়েছে অনেকটাই।

সেই সময় অভিনেত্রীর বয়স ছিল মাত্র ১০ বছর। অনিল আম্বানি ও টিনা মুনিমের বিয়ের সময় মাত্র ৫০ টাকার জন্য খাবার পরিবেশনের কাজ করেছিলেন অভিনেত্রী। তবে এরপর নিজের অভিনয় ও নাচের দক্ষতা দিয়ে বলিউডে নিজের জায়গা করে নিতে সার্থক হয়েছেন তিনি। 

শুধুই বলিউড নয় সাথে তেলেগু, মারাঠি ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন অইনেত্রী। শাহরুখ খানের ‘ম্যায় হু না’ ছবির আইটেম ড্যান্সের জন্য আজও বিখ্যাত রাখি। তবে বিগবসে বিয়ে করে শো শেষ হতেই বিচ্ছেদ হওয়ায় ব্যাপক চর্চা শুরু হয়ে তাকে নিয়ে। অনেকেই বলেছিল, টাকার লোভেই বিয়ে করেছিলেন রাখি। তবে সেসব এখন অতীত।

একের পর এক ছবি পোস্ট করে লাইমলাইটের শীর্ষে সবর্দাই থাকেন বলিউডের ড্রামাকুইন।  বলি অভিনেত্রীদের মতোই বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বির্তকের কেন্দ্রবিন্দুতে থাকেন রাখি সাওয়ান্ত। কখনও বিয়ে, কখন প্রেগনেন্সি আবার কখনও বা কন্ট্রোভার্সি ভিডিও পোস্ট করে নয়া চমক দিচ্ছেন অভিনেত্রী।

হেট হার অর লাভ হার, ইউ ক্যানোট ইগনোর হার। এই ইংরেজি কথাটি যেন অক্ষরে অক্ষরে মিলে যায় রাখি সাওয়ান্তের সঙ্গে। তাঁর ইউনিক ব্যক্তিত্ব নিয়ে তিনি আজও বিনোদন জগতের পরিচিত কন্ট্রোভার্শিয়াল ক্যুইন।

আরও পড়ুন- রেখাও নাকি মদ্যপান করেছিলেন, সিমির মুখোমুখি হয়ে নিজেই হাটে হাঁড়ি ভেঙেছিলেন

আরও পড়ুন- ১২ বছরের ছোট অর্জুনের কামের নেশায় আসক্ত মালাইকা, গদগদ প্রেম নিয়ে সমাজের উপর ক্ষোভ উগরে দিলেন নায়িকা

আরও পড়ুন- ছিঃ ছিঃ! ট্রান্সপারেন্ট গোলাপি বিকিনিতে উন্মুক্ত সারা শরীর, উরফিকে দেখে রেগে আগুন সাইবারবাসী

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত