মঞ্চে ঐশ্বর্যের ব্যাক গ্রাউন্ড ডান্সার সুশান্ত, চোখে তখন বলিউডের স্বপ্ন, দেখুন ভিডিও

Published : Jun 19, 2020, 11:08 AM IST
মঞ্চে ঐশ্বর্যের ব্যাক গ্রাউন্ড ডান্সার সুশান্ত, চোখে তখন বলিউডের স্বপ্ন, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

যুদ্ধ শুরু হয়েছিল সুশান্তের অনেক আগেই বলিউডের দিকে পা বাড়াতে শুরু করেছেন তখন নাচের মধ্যে দিয়েই নজর কেড়েছিলেন সুশান্ত ঐশ্বর্যের পেছনে এক সময় নেচেছিলেন অভিনেতা রইল সেই ভিডিও

বিনোদন জতগের হাতছানি বহু দিন আগেই আকৃষ্ট করেছিল সুশান্ত সিং রাজপুতকে। তিনি ছিলেন শাহরুখ খানের ভক্ত। শাহরুখের মতই দুর থেকে এসে বসিউডে নিজের সাম্রাজ্য গড়ার স্বপ্ন ছিল সুশান্তের চোখেও। কিন্তু হঠাৎই ঘটচল ছন্দ পতন। মুহূর্তে ভেঙে গেল সুশান্তের সব স্বপ্ন। এক পা এক পা করে মৃত্যুর পথে এগিয়ে গেলেন তিনি সকলের অলক্ষ্যেই। আর অভিষোগ, নেপথ্য সেই স্বপ্নপুরী। যেখানে পা রাখার প্রস্তুতি সুশান্ত শুরু করেছিলেন বহু আগে থেকেই। 

আরও পড়ুনঃ গঙ্গা বক্ষে সুশান্তের অস্থি বিসর্জন, মুহূর্তে ছড়িয়ে পড়ল অভিনেতার শেষ বিদায়ের ভিডিও

ছোট থেকেই নাচের প্রতি ছিল সুশান্তের এক ভিন্ন টান। শিয়মক দাভার গ্রুপে নাচ শিখতেন তিনি। আর সেই সুবাদেই বলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারকাদের পেছনে নাচার সুযোগও পাওয়া যেত। এই একই ছবি ফুঁটে উঠে শাহিদ কাপুরের জীবনেও। তিনিও এক সময় সুপারস্টারের পেছনে নেচেছেন, কখনও স্টেজে, কখনও আবার ছবিতে। একই পথে হাঁটতে শুরু করেছিলেন সুশান্ত সিং রাজপুত। 

২০০৬ সাল, তখনও সুশান্তের হাতেখড়ি হয়নি টেলিভিশনে। এক অনুষ্ঠানে মঞ্চে ঐশ্বর্যের পেছনে নেচে ছিলেন সুশান্ত। লকডাউনে ট্রেন্ড থ্রোব্যাক ভিডিও, ছবি কিংবা খবর, সুশান্তের চলে যাওয়ায় উঠে এলো অভিনেতার জীবনের সেই থ্রোব্যাক ভিডিও। সুশান্তের মৃত্যুতে সকলের মতই শোক প্রকাশ করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। লিখেছিলেন, তাঁর আত্মা শান্তি কামনা করি। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'মদ খেয়েছিলেন, লাইফ জ্যাকেট পরতে রাজি হননি', জুবিনের মৃত্যুতে বিস্ফোরক দাবি সিঙ্গাপুর পুলিশের
মুম্বই-এ বোন নুপুরের রিসেপশন পার্টিতে উপস্থিত কৃতি, মুহূর্তে ভাইরাল হল ছবি