সংক্ষিপ্ত
- দেশতে দেখতে চারদিন পার
- বৃহস্পতিবার পাটনাতে শেষকৃত্য পরিবারের
- শেষ বিদায়ের মুহূর্ত এখন নেট দুনিয়ায় ভাইরাল
- চোখের জলে আরও একবার ভাসলেন ভক্তরা
সুশান্ত সিং রাজপুত, নামটা এখন অতীত, আর সারা জীবনের স্মৃতির পাতায় জীবন্ত। তবে সুশান্তের কী এতটাও তারাতারি যাওয়ার ছিল! দিনের পর দিন যে মানুষটা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতেন, তাঁর পক্ষে হেরে যাওয়াটা কী এতটাই সহজ ছিল...! হয়তো না। এমনই হাজার হাজার প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে নেট দুনিয়া। হাজার হাজার সুশান্তের ভক্ত। তারই মাঝে শেষ বিদায়ে কাল হাজির।
রবিবার দুপুরে যে মানুষটা ছেড়ে চলেগিয়েছে সকলকে, সেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এখনও মেনে নিতে পারেননি অনেকেই। দেখতে দেখতে পার হয়ে গিয়েছে চারটে দিন। প্রশ্ন-উত্তরের মাঝেই হাজির সুশান্তের শেষকৃত্যের সময়। পরিবারের সদস্যরা বৃহস্পতিবার পাটনা পৌঁচ্ছেছেন। সেখানেই গঙ্গা বক্ষে ভাসানো হল সুশান্তের অস্থি। উপস্থিত ছিলেন পরিবারের কয়েকজনমাত্র।
সুশান্ত সিং রাজপুতের বাবা ও দিদি নৌকা করে মাঝ নদীতে গিয়ে শেষ বিদায় জানালেন সুশান্তকে। তাঁর আত্মার শান্তি কামনাতে এদিন সামিল ছিলেন সকলেই। শেষকৃত্যের ভিডিও প্রকাশ্যে এল নেট দুনিয়ায়। সুশান্তের নামে খোলা নতুন চ্যানেলের মাধ্যমে সেই ভিডিও দেখলেন সকলেই। চোখের জলে আরও একবার ভাসলেন দেশবাসী। এদিন সকালেই সকলের উদ্দেশ্যে সুশান্তের দিদি জানিয়েছিলেন, সুশান্তের শেষ বিদায়ে সকলের মুখে থাকুক হাসি, আর স্মৃতিতে থাকুক তাঁর রেখে যাওয়া ভালো মুহূর্তেরা।