এ কোন অক্ষয়, লক্ষ্মী বম্ব-এর ট্রেলার দেখে চমকে উঠতে হয়, মুহূর্তে ভাইরাল অক্কি

  • মুহূর্তে ভাইরাল লক্ষ্মী বম্ব-এর ট্রেলার
  • ভূতের কবলে কে, বিপাকে কিয়ারা
  • ট্রেলারের শুরুতে মজা হলেও শেষটা ভয়াবহ
  • মুহূর্তে পাল্টে যায় অক্কির চেনা লুক 

এ যেন ধাপে ধাপে বেড়ে ওঠা। এক একটি খোলসের মধ্যে থাকা চরিত্রের ধীরে ধীরে আত্মপ্রকাশ। শুরুতে এক মজার ছবি, যা হাউস ফুল, মস্তির অনুভুতি যোগাবে, মুহূর্তে তা রূপ বদল করতে করতে শেষে গিয়ে দেয় এক ভয়াবহ চমক। চেনা লুকেই শুরু ট্রেলার। চেনা গতেই অক্কির প্রবেশ। কিয়ারা ও অক্কির মজার সংলাপে হালকা চালে শুরু হওয়া ট্রেলারই শেষ গিয়ে চমকে দেয় ভক্তদের। 

এক কথায় বলতে গেলে লক্ষ্মী বম্ব ছবির ট্রেলার ছবির প্রতি খিদে শতগুণে বাড়িয়ে তুলতে সক্ষম। ছবির পরতে পরতে জড়িয়ে থাকা নানা ঘটনার কোলাজকে যেভাবে এই পৌনে চার মিনিটের ট্রেলারে গাঁথা হল তা দেখে এক কথায় তাজ্জব সকলেই। মুহূর্তে তা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে শুরু করে। লক্ষ্মী বম্ব-এর  ট্রেলারে প্রকাশ্যে আসা অক্ষয় কুমারের লুক ও অভিনয়ের দাপটই যেন হতে চলেছে ছবির ইউএসপি। 

Latest Videos

 

 

শুরুটা হয় খানিকটা এইভাবে। এক মজার প্লট, যে ভূতে বিশ্বাস করে না, তারই সঙ্গে হতে থাকা নানা মজার ঘটনা, ধীরে ধীরে প্লট বদল হতে থাকে গুরুগম্ভীর সমস্যায়। বদল ঘটতে থাকে অক্কির। চমকে যায় কিয়ারা। স্বামীর আচরণ ধীরে ধীরে এমন পর্যায় চলে যায় যে ছবির শেষ হয়ে ওঠে ভয়াল। আর সেই প্লটের চমকেই এবার মুগ্ধ ভক্তমহল। দীপিবলিতে মুক্তি পাবে এই ছবি। প্রস্তুতি তুঙ্গে। 

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র ক্ষমতা থাকলে নিজের বাড়ির লোকদের জেলা হাসপাতালে পাঠান’ বিস্ফোরক Sukanta M
মালিকের অজান্তেই হয়ে গেল জমি বিক্রি! জমি জালিয়াতির শিকার Rajarhat-এর বাসিন্দা | Kolkata News Today
Suvendu vs Mamata : স্যালাইন কাণ্ডে ডাক্তারদের দায়ী করলেন মমতা, 'মমতাই আসল দোষী' পাল্টা শুভেন্দুর
Minakshi Mukherjee : সাসপেন্ড হওয়া ডাক্তারদের পাশে মীনাক্ষী মুখোপাধ্যায়, দেখুন কী বলছেন তিনি
‘মানুষের সুবিধার জন্য যা করার করবো’ Balagarh-এর জনগণকে আশ্বাস সাংসদ Rachana Banerjee-র