অসম্ভবের মাঝে সম্ভাবনার খোঁজ, ট্রেলারেই বাজিমাত মিশন মঙ্গল

  • প্রকাশ্যে মিশন মঙ্গল ছবির ট্রেলার
  • বৃহস্পতিবার দুপুরেই সোশ্যাল পেজে শেয়ার করলেন অভিনেতা
  • মূখ্য ভুমিকায় থাকছেন এক ঝাঁক তারকা
  • ১৫ই অগাস্ট ছবির মুক্তি

বৃহস্পতিবার মুক্তি পেল মিশল মঙ্গল ছবির ট্রেলার। ছবির মুখ্যচরিত্রে রয়েছেন অক্ষয় কুমার। ছবির খবর প্রকাশ্যে আসা মাত্রই মিশন মঙ্গলকে ঘিরে জনপ্রিয়তা দর্শকের মধ্যে তুঙ্গে। ইসরো-র বিক্ষানীদের নানা বলা কথাই তুলে ধরতে চলেছে এই ছবি। ভারতের মঙ্গল গ্রহ অভিযানে স্পেস রিসার্চ অর্গানাইজেশন যে অবদান ছিল সেই ঘটনাই এবার প্রকাশ্যে উঠে আসতে চলেছে এই ছবির মধ্যে দিয়ে। মিশন মঙ্গল ছবির ট্রেলার মুক্তি পাওয়া মাত্রই তারই এক ঝলক সকলের নজরে এলে। 

আরও পড়ুনঃ শ্বাসরুদ্ধ ছবির টিজার, একে অন্যকে কড়া টক্কর দিলেন হৃত্বিক-টাইগার

Latest Videos

নতুন কোনও পদক্ষেপ নেওয়ার আগেই যে ধরনের পরিস্থিতির সন্মুখীন হতে হয় তারই নজির মেলে ছবির ট্রেলারে। প্রথমবার ব্যার্থ হওয়ার পরই দ্বিতীয় পদক্ষেপে নয়া মোড় নেয় এই প্রচেষ্টা। আর তাতেই বাজিমাত। সেই ঘটনাই এবার গল্পের মধ্যে দিয়ে ছবির আকারে তুলে ধরতে চলেছেন পরিচালক। এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে তৈরি এই ছবির শ্যুটিং শেষ। ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় থাকছেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, কীর্তি কুলহারি শরমন যোশি ও নিত্যা মেনন প্রমুখেরা। 

আগামী মাসের ১৫ তারিখে স্বাধীনতা দিবসের দিনই প্রকাশ্যে আসবে এই ছবি। ওই একই দিনে বলিউডে মুক্তির অপেক্ষায় রয়েছে আরও এক ছবি, জন আব্রাহম অভিনীত বাটলা হাউস। 

 


 

Share this article
click me!

Latest Videos

'এই নিকম্মা গুলো কেন আছে! সভার জন্য হাইকোর্ট যেতে হচ্ছে' ধুয়ে দিলেন দিলীপ | Dilip Ghosh Latest News
‘বাংলার চাকরিপ্রার্থীরা বঞ্চিত, উনি লন্ডনে মগ্ন!’ Mamata Banerjee-কে কটাক্ষ Adhir Ranjan Chowdhury-র
Nadia News: সামান্য কারণের জন্য নিষ্পাপ সারমেয়র সঙ্গে এইরকম করলো! প্রতিবাদে ফুঁসছে স্থানীয়রা
'হরিচাঁদ ঠাকুর না থাকলে ১ কোটি হিন্দু মুসলমানে পরিবর্ত হয়ে যেত'- মন্তব্য শুভেন্দু অধিকারীর
'রামনবমীর মিছিল বন্ধ করতে আসলে, ওদের ছুঁড়ে ফেলে দেব' ফের ফুল ফর্মে দিলীপ | Dilip Ghosh Latest News