'ভালোবাসার পাপ নয়', এবার সমকামের সমীকরণে স্বরা-দিব্যা

Published : Feb 26, 2020, 12:39 PM IST
'ভালোবাসার পাপ নয়', এবার সমকামের সমীকরণে স্বরা-দিব্যা

সংক্ষিপ্ত

বলিউডে সমকাম নিয়ে আরও এক ছবি প্রকাশ্যে এল শের কোরমার ট্রেলার সমকামে স্বরা-বিদ্যা শুভ মঙ্গল জ্যাদা সাবধ্যানের পর চিত্রনাট্যে লেসবিয়ান

ভালোবাসার সম্পর্ক যেমনই হোত তা দুই আত্মার মিলন, বিবাহও তাই। দুটি শরীর যেখানে সমাজের কাছে এতদিন প্রাধান্য পেয়ে এসেছে, তা আজ অতীত। এখন সেই শরীরের উর্দ্ধে উঠে ভালোবাসার স্বীকৃতি। সমকাম নিয়ে সমাজে নানা জনের নানা মত থাকলেও, সম্পর্কের ঘেরা-টোপে তা পাপ নয়। আয়ুষ্মান খুরানার পর এবার সেই গল্পই পর্দায় তুলে ধরতে চলেছেন স্বরা-দিব্যা। 

আরও পড়ুন-গুজবই ভাঙনের কারণ, যাব উই মেট ছবির শেষ অংশই প্রমাণ দিয়েছিল শাহিদ-করিনার বিচ্ছেদের 

আরও পড়ুন-টুইট বির্তকে করণ জোহরের 'তখত', বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায়

বরাবরই প্রতিবাদী স্বরা ভাস্কর। ব্যক্তিগত জীবনেও তিনি পরিবর্তনের পক্ষে। সমাজের কুসংস্কার, প্রচীন ধ্যান ধারনা বদলের কথা বহুবার তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। এবার ছবির চরিত্রের মধ্যে দিয়ে নতুন গল্প লিখতে চলেছেন অভিনেত্রী। সমাজের চোখে যা ছক ভাঙা ভালোবাসার গল্প, সেই সম্পর্কই যে পাপ নয়, তা আরও একবার বলিউডের চিত্রনাট্যে স্থান পেল।

 

 

আরও পড়ুন-হিংসায় বিধ্বস্ত রাজধানী, শান্তির বার্তা দিয়ে কবিগুরুকে স্মরণ সৃজিতের

সম্প্রতি শুভ মঙ্গল জ্যাদা সাবধান ছবির মধ্যে দিয়ে এই বার্তা দিয়েছেন আয়ুষ্মান খুরানা। ছবির প্রশংসাতে পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। গে চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছিলেন আয়ুষ্মান। এবার লেসবিয়ানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বরা ও দিব্যাকে। ছবির নাম শের কোরমা। প্রকাশ্যে এল ছবির ট্রেলার। গল্পের মাঝেই স্পষ্ট ধরা দিল পরিবারের চাপে দুটি হৃদয়ের বিচ্ছিন্ন হয়ে পরার গল্প। ১৫ বছর অপেক্ষা করার গল্প। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?