ভরপুর বিনোদন ছবির ট্রেলারে, সিদ্ধার্থ-পরিণীতি জুটির নতুন ছবি মুক্তির পথে

  • আবারও পর্দায় ফিরছে সিদ্ধার্থ-পরিণীতা জুটি
  • ছবির প্রেক্ষাপট জুড়ে কেবলই বিয়ের গল্প
  • বিহারের প্রথা অবলম্বনে তৈরি ছবির চিত্রনাট্য
  • মুক্তি পেল ছবির ট্রেলার

সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত আগামী ছবি জাবারিয়া জোড়ি-কে ঘিরে এখন উত্তেজনার পারদ ক্রমেই চরছে ভক্তদের মধ্যে। এই ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা ও পরিণীতা চোপড়ার জুটির ম্যাজিকের এক ঝলক নজরে এল ট্রেলারে। সম্প্রতিই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেখানেই পুরোদমে বিনোদনে ভরপুর চিত্রনাট্যের আভাস মিলল খানিকটা। 

এই ছবির খবর প্রকাশ্যে আসা মাত্রই সকলের নজর কেড়েছিল একটাই বিষয়, ছবিতে ফিরছে সিদ্ধার্থ-পরিণীতা জুটি। হাসি তো ফাসি ছবির মধ্যে দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেছিল এই জুটি। সেই ছবি দর্শকরে মধ্যে সাড়া ফেলেছিল রাতারাতি। সিদ্ধার্থ-পরিণীতা ম্যাজিকও পর্দায় কাজ করেছিল পুরোদমে। সেই জুটিরই দ্বিতীয় ছবি এবার মুক্তির পথে। তারই মাঝে প্রকাশ্যে এলো ছবির ট্রেলার। 

Latest Videos

নিখাদ বিনোদনে ভরপুর এই ছবির চিত্রনাট্যে রয়েছে এক ভিন্ন স্বাদের বিয়ের গল্প। যেখানে বরকে একপ্রকার অপহরণ করেই বিয়ে দেওয়ার প্রথার কথা তুলে ধরা হয়। বিবারের বেশ কয়েকটি জায়গায় দেখা মেলে এই কৌশলে বিয়ের। ফলেই দিতে হয় না পণ, নিজের মর্জি মতনই বিয়ের পিঁড়িতে বসে পরেন মেয়েরা। সেই গল্পেরই এক টুকরো কোলাজের দেখা মিলবে এই ছবিতে। 

অভর সিং একজন ব্যক্তি যে পণ প্রথার বিরুদ্ধে, সেইসূত্রেই বরদের তুলে নিয়ে বিয়ে দেওয়ার কাজ করে থাকেন। তারই প্রেমে হাবুডুবু খাচ্ছেন বেশ কয়েকজন কন্যা, যার মধ্যে পরিণীতা চোপড়া একজন। কিন্তু সিদ্ধার্থ মালহোত্রার চোখে রাজনীতির খিদে। ফলেই ঘুরে যায় গল্পের মোড়। 
 

Share this article
click me!

Latest Videos

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে কুকর্ম! ধরা পড়লো হাতেনাতে! চাঞ্চল্য Nadia-এ, দেখুন
অবশেষে নির্ধারিত হলো RG Kar মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য | RG Kar
‘৫০% মুসলমান হলে West Bengal-এর অবস্থাও Bangladesh-এর মতো হবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড় | Bhangar News Today
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata