কুকুরদের করোনায় এখনও ধোঁয়াশা, না জেনে গুজব ছড়াতে নিষেধ টুইঙ্কেলের

Published : Mar 22, 2020, 12:01 PM IST
কুকুরদের করোনায় এখনও ধোঁয়াশা, না জেনে গুজব ছড়াতে নিষেধ টুইঙ্কেলের

সংক্ষিপ্ত

করোনায় কুকুরদের নিয়ে চিন্তিত টুইঙ্কেল দেশ জুড়ে ছড়িয়েছে গুজব কুকুরদের করোনা নিয়ে এখনও কিছু প্রমাণিত নয় নেট দুনিয়ায় ঝড় তুললেন টুইঙ্কেল 

করোনা নিয়ে বর্তমানে সতর্কতা তুঙ্গে। মুহূর্তে বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা। দেশ জুড়ে করোনায় সংক্রমনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৪ জন। যেমন বাড়িয়ে তোলার চেষ্টা চলছে সতর্কতা, তেমনই বেড়ে চলেছে পাল্লা দিয়ে সংস্কার কুসংস্কার, কিংবা ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে সর্বত্র। এবার সেই ভুয়ো খবর নিয়ে সরব হলেন অভিনেত্রী টুইঙ্কেল খান্না। 

আরও পড়ুনঃ হাসপাতাল নয়, এ যেন পাঁচতারা হোটেল, কণিকার ব্যবহারে ক্ষুব্ধ নার্স থেকে ডাক্তার

আরও পড়ুন-করোনা আতঙ্কের মধ্য গোপনে বিয়ে সারলেন পরীমনি, জেনে নিন পাত্র কে

বরাবরই তিনি পোষ্যদের নিয়ে সচেতন। মানুষকে সাবধান থাকতে বলা হলেও, পোষ্যদের নিয়ে কোনও রকমের সচেতনতাই অবলম্বণ করা হচ্ছে না এখন। মুখে মুখে ছড়িয়ে গিয়েছে কুকুর কিংবা বিড়ালদের স্পর্ষ করতে পারবে না করোনা। কিন্তু এই তথ্য এখনও প্রমাণিত নয়। ফলে তাদেরকে সাবধানে রাখা উচিৎ। পাশাপাশি নেওয়া উচিৎ ডাক্তারের পরামর্শ। 

 

 

সোশ্যাল মিডিয়ায় পোষ্যদের নিয়ে কড়া বার্তা দিলেন অক্কি ঘরনী। জানিয়ে দিলেন মুখে মুখে ছড়িয়ে পড়েছে কুকুরদের সংক্রমণ হচ্ছে না। সেই বিষয় আগে নিশ্চিত হওয়া একান্ত প্রয়োজন। মুহূর্তে তা নজর কাড়ে নেটিজেনদের। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে সেই বার্তা। সামনে নিজের পোষ্যকে বসিয়ে রেখে ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। পরিস্থিতি মোকাবিলায় পাশে থাকতে হবে সকলকেই। যত্নে রাখতে হবে পোষ্যদেরও। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী