কেকে-র আকস্মিক প্রয়াণে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

Published : Jun 01, 2022, 10:05 AM ISTUpdated : Jun 01, 2022, 10:18 AM IST
কেকে-র আকস্মিক প্রয়াণে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

সংক্ষিপ্ত

আরও এক নক্ষত্রপতন।  ২০২২ সালটা যে মোটেই ভাল যাচ্ছে না, তা আর বলার অপেক্ষা রাখে না। একের পর এক মৃত্যুসংবাদ। বলিউড ইন্ডাস্ট্রিতে বড় ধাক্কা। অকালে  চলে গেলেন স্বনামধন্য গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান করতে এসেছিলেন কেকে। উপচে পড়েছিল ভিড়। তারপর অনুষ্ঠান শেষে হোটেলে ফিরতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে গায়কের মৃত্যু কি অস্বাভাবিক। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নিউ মার্কটে থানার পুলিশ। বুধবার সকালে কেকে-র মৃত্যু নিয়ে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও এক নক্ষত্রপতন।  ২০২২ সালটা যে মোটেই ভাল যাচ্ছে না, তা আর বলার অপেক্ষা রাখে না। একের পর এক মৃত্যুসংবাদ। বলিউড ইন্ডাস্ট্রিতে বড় ধাক্কা। অকালে  চলে গেলেন স্বনামধন্য গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান করতে এসেছিলেন কেকে। উপচে পড়েছিল ভিড়। তারপর অনুষ্ঠান শেষে হোটেলে ফিরতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে গায়কের মৃত্যু কি অস্বাভাবিক। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নিউ মার্কটে থানার পুলিশ। বুধবার সকালে কেকে-র মৃত্যু নিয়ে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

হোটেলে যাওয়ার পর ঠিক কী ঘটেছিল ,তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে নিউমার্কেট থানার পুলিশ। কলকাতায় অনুষ্ঠান করতে আসা গায়কের সঙ্গে যে সঙ্গীরা এসেছিলেন তারাই আজ সকালে নিউমার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছেন। কলকাতায় আসার পর নিউ মার্কেট এলাকায় যে পাঁচতারা হোটেলে ছিল সেই হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখানেই শেষ নয় হোটেলের অন্যান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 

 

সঙ্গীতজগতে ফের বড় ধাক্কা। গায়ক কেকে-এর মৃত্যুতে শোকস্তব্ধ বলি ইন্ডাস্ট্রি।  তিনি আর নেই। এখন যেন কথাটা ঠিক বিশ্বাস হচ্ছে না। সকলের মন খারাপ করে না ফেরার দেশে চলে গেলেন কেকে। এটা তো হওয়ার কথা ছিল না। কী নিষ্ঠুর নিয়তি। এটা যেন কেউই মেনে নিতে পারছেন না। বুধবার সকালেই শিল্পীর ময়নাতদন্ত করা হবে এসএসকেএম হাসপাতালে। কেকে-র  সঙ্গে যে সঙ্গীরা এসেছিলেন তারাই আজ সকালে নিউমার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছেন। পাশাপাশি তার মাথায় চোটের কথা বলা হয়েছে। যদিও সূত্রের খবর, অসুস্থ অবস্থায় হোটেল ফিরে পড়ে গিয়েছিলেন তিনি। যার ফলেই আঘাতের চিহ্ন দেখা গিয়েছে ঠোঁটে ও কপাল। তবে ময়নাতদন্তের পরই আসল কারণ বেরিয়ে আসবে। নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান শেষ হওয়ার পরই হোটেল ফিরে কেন এরকম অচৈতন্য হয়ে পড়েন কেকে তা খতিয়ে দেখা হচ্ছে।  মঙ্গলবার রাতেই নিউমার্কেটের হোটেল থেকে গায়ককে একবালপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যেতেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকেরা অনুমান করেছেন হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও সঠিক কারণ পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছেন কেকে-র পরিবার ও অনুরাগীরা। শারীরিক অসুস্থতা নাকি মৃত্যর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে নিউমার্কেট থানার পুলিশ। গায়কের মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ।

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত