'পোশাক সামলানোর জন্যও লাগবে চারজন', নেট দুনিয়ায় ট্রোলের শিকার উর্বশী

  • পরনে বিপুল আকারের গাউন
  • রেড কার্পেটে পৌঁছতেই লাগছে সাহায্য
  • বসতে লাগবে একাধিক আসন
  • পোশাক বিতর্কে জড়ালোন উর্বশী

রেড কার্পেটে রকমারি পোশাকের বাহার। কখনও একটু বেশি উন্মুক্ত, কখনও আবার কারুর পোশাক নকল করা, নানা বিতর্কে জড়িয়ে পড়েন সেলিব্রিটিরা। তবে কিছু কিছু ক্ষেত্রে পোশাক নির্বাচনের জন্যও প্রশ্নের মুখে পড়তে হয় তারকাদের। এবার তেমনি পরিস্থিতির সন্মুখীন হতে হল বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেল্লাকে। সম্প্রতি ফিল্ম ফেয়ার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ঘটে বিপত্তি। 

আরও পড়ুনঃ যিশুতেই মজলেন কঙ্গনা, মনিকর্ণিকার রেশ ধরেই থালাইভি-তে ডাক অভিনেতার

Latest Videos

আরও পড়ুনঃ বিয়ের ২০ বছর পরও পর্দায় বাজিমাত, কড়া ডায়েটেই অনবদ্য কাজল

উর্বশী এই অনুষ্ঠানের রেড কার্পেটে হাজির হন একটি লাল রঙ্রে গ্রাউনে। যা পরে সামলাতে নাকের জলে-চোখের জলে হতে হয় অভিনেত্রীকে। আসন গ্রহণ করার পরও চার চারজন মিলে সেই পোশাককে ঠিক করে দিয়ে যায়। দাঁড়িয়ে পোজ দেওয়া থেকে শুরু করে বসে অনুষ্ঠান দেখা, বিপুল আকারের এই গ্রাউনই কাল হয়ে দাঁড়ায় উর্বশীর। ছবি প্রকাশ্যে আসা মাত্রই তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়। 

 

আরও পড়ুনঃ পর্দায় এবার দু'জোড়া 'বান্টি আর বাবলি', প্রকাশ্যে এল মুক্তির তারিখ

'লাল গ্রাউন না কী কম্বল', গাউনের আকারে এক প্রকার উর্বশী ঢাকা পরার উপক্রম। সেই প্রসঙ্গেই নেটিজেনদের ট্রোলের শিকার হতে হয় উর্বশীকে। উর্বশীর পোশাককে কটাক্ষ করে নেট দুনিয়ার পাতা একাধিক মন্তব্য ভরতে থাকে। কেউ বলেন 'বসতে লাগবে চারটি আসন', কেই আবার পোশাককে কম্বলের সঙ্গে তুলনা করেন। এর আগেও একাধিকবার পোশাক বিতর্কে জড়িয়েছেন উর্বশী। 

Share this article
click me!

Latest Videos

বিশাল জমায়েত! লক্ষ কন্ঠে গীতা পাঠ করে গোটা বিশ্ব সহ Bangladesh-কে বার্তা | Siliguri Gita path
রাতের অন্ধকারে মাটি পাচার! Ranaghat পুলিশের গোপন অভিযানে পাকড়াও মাটি মাফিয়ারা | Nadia News Today
'মানবিক' শুভেন্দু, নিলেন বড় পদক্ষেপ! ঝাঁঝিয়ে উঠে যা বললেন | Suvendu Adhikari Speech Today | RG Kar
অশান্ত Bangladesh! মহাসমারোহে ৭১-এর বিজয় দিবস পালন কলকাতার ফোর্ট উইলিয়ামে | Vijay Diwas 2024
শুভেন্দুর পাড়ার ভোটে তুমুল অশান্তি! | Contai Cooperative Bank Election | Suvendu Adhikari