Asianet News Bangla

যিশুতেই মজলেন কঙ্গনা, মনিকর্ণিকার রেশ ধরেই থালাইভি-তে ডাক অভিনেতার

  • আবারও বলিউডে ডাক পড়ল যিশু সেনগুপ্তের
  • বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা
  • এবার থালাইভি ছবিতে দেখা যাবে যিশুকে
  • নতুন ছবির কাজ নিয়ে বেজায় উৎসাহি অভিনেতা
Jishu Sengupta gets a  called for thalaivi movie
Author
Kolkata, First Published Feb 19, 2020, 5:10 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

বলিউডে একপ্রকার আধিপত্য বিস্তার করে নিয়েছেন এখন টলিউড অভিনেতা যিশু। ছোট ছোট পাঠেই বড় ছাপ ফেলেছেন অভিনেতা, তা আর বলার অপেক্ষা রাখে না। একের পর এক ছবিতে ক্রমেই ডাক পড়তে শুরু হয় যিশুর। চরিত্র ছোট হলেও সুক্ষ্ম অভিনয় দক্ষতাতেই বাজি মাত করেছেন তিনি। একাধিক ছবির সঙ্গে এখন যুক্ত যিশু। 

আরও পড়ুনঃ দীপবীরের নয়া লুক, কপিল-রোমির চরিত্রে কতটা মানানসই এই জুটি

আরও পড়ুনঃ বিয়ের ২০ বছর পরও পর্দায় বাজিমাত, কড়া ডায়েটেই অনবদ্য কাজল

চলছে সড়ক ২ -এর শ্যুটিং। এর মাঝে প্রকাশ্যে এসে দুর্গাবতী ছবির খবর। সেখানেই ভূমির বীপরীতে অভিনয় করতে দেখা যাবে যিশুকে। কয়েকদিন আগেই দুর্গাবতীর শুভমহরৎ-এর ছবি শেয়ার করেছেন অভিনেতা নেট দুনিয়ায়। এবার প্রকাশ্যে এল পরবর্তী ছবির খবর। কঙ্গনা রানওয়ারে সঙ্গে আবারও একি ফ্রেমে ধরা দেবেন যিশু সেনগুপ্ত। 

আরও পড়ুনঃ 'পোশাক সামলানোর জন্যও লাগবে চারজন', নেট দুনিয়ায় ট্রোলের শিকার উর্বশী

আরও পড়ুনঃ পর্দায় এবার দু'জোড়া 'বান্টি আর বাবলি', প্রকাশ্যে এল মুক্তির তারিখ

কঙ্গনার সঙ্গে এর আগেও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। মনিকর্ণিকা ছবিতে অভিনয় করার পরই মুগ্ধ হয়েছিলেন কঙ্গনা রানওয়াত। সেই রেশ থেকেই এবার ডাক এল যিশু সেনগুপ্তর। থালাইভি-তে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। বিতর্কিত এই ছবিতে এবার যুক্ত হল নতুন অভিনেতার নাম। ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। মাঝ পথেই ডাক পরে যিশু সেনগুপ্তের। ফলে বোঝাই যাচ্ছে যে বলিউডে এখন যিশু সেনগুপ্তের পায়ের তলার মাটি কতটা পোক্ত। 

Follow Us:
Download App:
  • android
  • ios