'ইন্ডিয়ান পার্সোন্যালিটি অফ দ্য ইয়ার' ভূষিত হতে চলেছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, ঘোষণা হল গোয়ার IFFI-এ

Published : Jan 16, 2021, 09:45 PM IST
'ইন্ডিয়ান পার্সোন্যালিটি অফ দ্য ইয়ার' ভূষিত হতে চলেছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, ঘোষণা হল গোয়ার IFFI-এ

সংক্ষিপ্ত

বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে দেওয়া হবে বিশেষ সম্মান  ইন্ডিয়ান পার্সোন্যালিটি অফ দ্য ইয়ার পুরষ্কারে সম্মানিত হবেন তিনি ৫১ তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেওয়া হবে এই সম্মান ঘোষণা করলেন তথ্য সংস্কৃতি মন্ত্রক প্রকাশ জাভেদকর

বর্ষীয়ান অভিনেতা শ্রী বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে ৫১ তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান পার্সোন্যালিটি অফ দ্য ইয়ার সম্মানে সম্মানিত করা হবে। তথ্য সংস্কৃতি মন্ত্রক, প্রকাশ জাভেদকর ৫১ তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা করেন তিনি। 

এই বছর মার্চ মাসে ইন্ডিয়ান পার্সোন্যালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের দ্বারা ভূষিত করা হবে বাংলা ও হিন্দি সিনে জগতের অভিনেতা, পরিচালক, প্রযোজক, সঙ্গীতশিল্পী বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর অন্যতম হিন্দি ছবিগুলির মধ্যে রয়েছে, বিষ সাল বাদ, কোহরা, এপ্রিল ফুল, মেরে সানম, নাইট ইন লন্ডন, দো কালিয়া, কিসমতের মত। 

আরও পড়ুনঃ'সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে', শয্যায় শাড়ি পরে কার অপেক্ষায় জয়া

 

 

বাংলা চলচ্চিত্র জগতে তাঁর অবদান অবিস্মরণীয়। চৌরঙ্গী, গড় নাসিমপুর ছবিতে উত্তম কুমারের সঙ্গে অভিনয় করে নিজের অভিনয়ের দাপট দেখিয়েছিলেন তিনি। পরবর্তীকালে কুহেলি, শ্রীমান পৃথ্বীরাজ, জয় বাবা তারকনাথ, আমার গীতির মত ছবিতে অভিনয় করে মুগ্ধ করেছেন বাংলার দর্শকমহলকে। 
 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত