আচমকাই মাথার ওপর এসেছে পড়ল ভাঙা দরজা, ভুত-এর সেটে অদ্ভুত পরিস্থিতিতে ভিকি

Published : Apr 23, 2020, 04:34 PM IST
আচমকাই মাথার ওপর এসেছে পড়ল ভাঙা দরজা, ভুত-এর সেটে অদ্ভুত পরিস্থিতিতে ভিকি

সংক্ষিপ্ত

শ্যুটিং-এ অভিজ্ঞতা কী সব সময় সমান এমন কী কোনও ঘটনা ঘটেছে ভিকির সঙ্গে যা আজও মনে করলে শিউরে ওঠেন অভিনতা ভক্তের প্রশ্নে উত্তর দিলেন ভিকি

পর্দার সামনে উঠে আসছে একের পর এক সুন্দর ছবি। তিন ঘণ্টার মধ্যেই শেষ গল্প বলার পালা। ছবি দেখতে ঘোকা থেকে শুরু করে তা শেষ হওয়া, মুহূর্তেই তা যেন মিলিয়ে যায়। অথচ সেই তিন ঘণ্টার স্মৃতি তৈরি করতেই যেন ঝড় বয়ে যায় প্রযোজক সংস্থা থেকে শুরু করে অভিনেতা-অভিনমেত্রীদের ওপর। ছবির শ্যুটিং-এর স্মৃতি কী ছবির মতই সুন্দর, কখনই নয়। এমন অনেক ঘটনা থেকে যায় যা জীবন বদলে দিতে পারে।

আরও পড়ুন-গ্রাফিক্স ডিজাইনার থেকে পরিচালক, জেনে নিন সত্যজিতের অজানা কাহিনি 

কোনও তারকাকে হতে হয়েছে বড়সড় দুর্ঘটনার সন্মুখীন, কোনও তারকা আবার সাক্ষী থেকেছেন সেটেই বিভৎসতার। তেমন কোনও অভিজ্ঞতাকি রয়েছে ভিকি কৌশলের! প্রশ্ন করেছিলেন এক ভক্ত। তাঁর প্রশ্নের উত্তরেই ভিকি জানান, ভুত ছবির শ্যুটিং-এ এক ভয়াবহ দুর্ঘটনার সন্মুখীন হয়েছিলেন তিনি। হঠাৎ মাথার ওপর এসে পড়ে একটি দরজা। কীভাবে তা ঘটেছিল এখনও বুঝতে পারেননি ভিকি। 

এই দুর্ঘটনার জন্য ভিকির গালে অনেকটা কেটে যায়। ভেতরে পড়ে তেরোটি সেলাই ও ওপরে পড়েছিল সাতটি সেলাই। শ্যুটিং সেটে অনেকেই আহত হয়েছে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে খানেরা। তবে ভুতের এই সেটে কীভাবে ভিকি আহত হলেন তা আজও পরিষ্কার নয় বলেই জানিয়েছেন ভিকি কৌশল। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে