Viral Vicky Kaushal: একের পর এক প্রশ্নের ঝড়, এবার কি প্রশ্ন করলেন খোদ সেলেব

Published : Jan 31, 2022, 05:51 PM IST
Viral Vicky Kaushal: একের পর এক প্রশ্নের ঝড়, এবার কি প্রশ্ন করলেন খোদ সেলেব

সংক্ষিপ্ত

কাজ নিয়ে বছর শুরু থেকে ব্যস্ত ক্যাটরিনা কাইফ  ও ভিকি কৌশল । গালা বিয়ের অনুষ্ঠান সারার পর থেকেই তড়িঘড়ি কাজে নেমে পড়েছেন দুজনেই। নেই কোনও বিরাম বিশ্রাম।

সম্পর্ক নিয়ে প্রশ্ন, কেরিয়ার নিয়ে প্রশ্ন, একের পর এক প্রশ্নে জর্জরিত ভিকি কৌশল, কিন্তু এবার কি নতুন প্রশ্ন তার সামনে আসতে চলেছে! নিজেই তা জানতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। একটি ছিবে শেয়ার করে লিখলেন, এবার কি! বিয়ের পর ফ্যামিলি প্ল্যানিং নিয়ে প্রশ্ন আসতে শুরু করল বলে, তাই আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ভিকি দিলেন তারই কি ইঙ্গিত! 

কাজ নিয়ে বছর শুরু থেকে ব্যস্ত ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। গালা বিয়ের অনুষ্ঠান সারার পর থেকেই তড়িঘড়ি কাজে নেমে পড়েছেন দুজনেই। নেই কোনও বিরাম বিশ্রাম। ২০২১-এর সব থেকে বড় অনুষ্ঠান, এক কথায় যাকে বলে গালা সেলিব্রেশন, ভিক্যাটের ( Katrina Kaif and Vicky Kaushal Wedding) বিয়ে। বছরের মাঝখান থেকেই একের পর এক খবরের শিরোনামে উঠে এসেছিল এই সেলেবের বিয়ের গোপন ফাণ্ডা, যদিও একাধিকবার তা ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif ) ও ভিকি কৌশল (Vicky Kaushal )। প্রকাশ্যে বিয়ের দিনের আগে পর্যন্ত কোনও খবরই আসতে দেননি তাঁরা. সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন। 

 

 

কয়েকদিন আগেই একমাসের পূর্তীতে ছবি শেয়ার করেছিলেন ভিকি। সেই ছবিতেই অনুষ্ঠানের কিছু বিস্তারিত বিবরণ না দেওয়া থাকলেও, নেটদুনিয়া বা ভক্তদের অনুমান এটি সঙ্গীতেরই ছবি। সেখানে ভিকি ও ক্যাটকে নাচতে দেখা যায় প্রাণ খুলে। বর্তমানে এই স্টারের বিয়ের ছবিতে এখনও বুঁদ নেট পাড়া। নতুন পরিবারে সদ্য নতুন সংসার পেতেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)  ও ভিকি কৌশল (Vicky Kaushal)। বিয়ের পর হানিমুন সেরে নতুন ঠিকানায় এখন এই জুটির বাস। সদ্য সেখানে গৃহপ্রবেশ সেরেছেন এই নবদম্পতি। সেই ছবি ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তবে থেকেই স্পটলাইটে জুটি। তবে এবার যা হল তা একে বারে সিনেমার কাহিনি।

আরও পড়ুন- Lata Mangeshkar : 'Covid' নেগেটিভ লতা মঙ্গেশকর, নিউমোনিয়া মুক্ত হয়ে অনেকটাই

আরও পড়ুন- Bigg Boss 15 Winner Tejaswi Prakash: করণের সঙ্গে সম্পর্ক না কি অন্য স্ট্র্যাটেজি, কোন ছকে

আরও পড়ুন- Bigg Boss 15 Winner Tejasswi Prakash: ইঞ্জিনিয়ার থেকে বিটাউন স্টার, নাগিন ৬

 বলিউডের হট অ্যান্ড হ্যাপেনিং কাপল ভিকি-কৌশল এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। রাজকীয় বিয়ের রেশ এখন কাটেনি। বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের প্রতিটা মুহূর্তের ঝলক এখন সোশ্যাল মিডিয়ার হটকেক। ৯ ডিসেম্বর ৭০০ বছরের পুরোনো রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্স ফোর্ট  বারওয়ারাতে বসেছিল ভিক্যাটের রাজকীয় বিয়ের আসর । পাওয়ার কাপলের রয়্যাল ওয়েডিং নিয়ে এখনও চর্চার শেষ নেই সংবাদমাধ্যমে (Katrina-Vicky Married )। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?