বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় আগামী ১১ মার্চ মুক্তি পাবে দ্য কাশ্মীর ফাইলস। ভারতে এই ছবি মুক্তি দেওয়া যাবে না, এই দাবিতেই তাঁর কাছে হুমকি ফোন এসেছে বলে দাবি করেছেন খোদ পরিচালক। প্রজাতন্ত্র দিবসে দ্যা বিগ অ্যাপেলে মার্কিন মুলুকের টাইমস স্কোয়্যার টাওয়ারে দ্য কাশ্মীর ফাইলস দেখানো হয়। ৩০ বারের বেশী এই ছবি দেখানো হয়েছে।
ভারতের বিশিষ্ট পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (vivek Agnihotri) পরিচালনা বরাবরই মাত করেছে দর্শক হৃদয়। এবার দর্শকের অপেক্ষা রয়েছে বিবেক পরিচালিত আগামী ছবি দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files)। কিন্তু সিনেপ্রেমীরা একটু আশাহত হয়ে পড়েছেন। কারণ ভারতে এই ছবি দেখানোয় বাঁধ সাজা হয়েছে। এই ছবিকে কেন্দ্র করে সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে রীতিমতো হুমকিও নাকি দেওয়া হয়েছে। ভারতে এই ছবি মুক্তি দেওয়া যাবে না, এই দাবিতেই তাঁর কাছে হুমকি ফোন (Threat Call) এসেছে বলে দাবি করেছেন খোদ পরিচালক (Director)। এদিকে প্রজাতন্ত্র দিবসে দ্যা বিগ অ্যাপেলে মার্কিন মুলুকের টাইমস স্কোয়্যার টাওয়ারে দ্য কাশ্মীর ফাইলস দেখানো হয়। ৩০ বারের বেশী এই ছবি দেখানো হয়েছে। কিন্তু ভারতীয় পরিচালকের ছবি ভারতে (India) মুক্তিতেই বাধাপ্রাপ্ত হচ্ছে।
বস্তুত, সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি দ্য কাশ্মীর ফাইলস। কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের উপর অত্যাচার, তাঁদের গণহত্যার যে বাস্তবচিত্র সেটিই চিত্রনাট্যের আকারে দর্শকের সামনে তুলে ধরার এক অনন্য প্রয়াসের নাম দ্য কাশ্মীর ফাইলস। যে ধরনের সত্য ঘটনাকে কেন্দ্র করে এই ছবি তৈরি হয়েছে, সেই জন্যই ভারতে এই ছবি মুক্তিতে রীতিমত বেগ পেতে হচ্ছে পরিচালককে। একটি প্রথমসারির সংবাদমাধ্যমের সুত্র অনুযায়ী, পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে তখনও হুমকি দেওয়া হয়েছিল যখন মার্কিন মুলুকে ছবিটি দেকানো হয়েছিল। তবুও সমস্ত বাঁধা পেড়িয়ে মার্কিন মুলুকে এই ছবি সফলভাবে প্রদর্শিত হয়েছে। তবে ভারতে ছবি মুক্তির দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে হুমকি ফোনের সংখ্যাও। শুধু হুমকিই নয়, প্রাণে মারারও হুমকি পেয়েছেন তিনি।
আরও পড়ুন-এবার কি BJP-তে যোগ দিতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী, চাঞ্চল্যকর তথ্য ঘিরে শোরগোল বাংলায়
আরও পড়ুন-সাপ্তাহিক টিআরপি-তে আবারও পিছিয়ে মিঠাই, ভক্ত মনে প্রথম গাঁটছড়া
বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে দ্যা কাশ্মীর ফাইলস প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলেন, সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি ছবি থেকে পরিচালকের নতুন করে কিছু আশা করার নেই। সিনেমাপ প্রতিটি দৃশ্যের সঙ্গে বাস্তবের ঘটনার সম্পূর্ণ মিল রয়েছে সে সাফ জানিয়েছিলেন পরচালক। অনেকে হয়তো ভাবতে পারেন, সিনেমার মাধ্যমে সম্প্রদায়িক হিংসাকে তুলে ধরা হয়েছে। কিন্তু সিনেমার প্রথম ৫ মিনিটে দর্শক বুঝবেন যে সেখানে আদৌ কোন সাম্প্রদায়িক হিংসা দেখানো হয়েছে নাকি অন্য কোনও কাহিনি যেটি দর্শক দরবারে প্রকৃতঅর্থে তিনি তুলে ধরতে চেয়েছেন। সব কিছু ঠিক থাকলে আগামী ১১ মার্চ বিগস্ক্রিনে মুক্তি পাবে ছবিটি। এই সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অনুপম খের থেকে মিঠুন চক্রবর্তী, পল্লব যোশীর মত বলিউডের তাবর অভনেতাদের।