শ্যুটিং শুরুতেই শিরোনামে দৃশ্যম ২, সেট থেকে ফ্রেম শেয়ার করলেন অজয় দেবগণ

Published : Feb 17, 2022, 03:29 PM IST
শ্যুটিং শুরুতেই শিরোনামে দৃশ্যম ২, সেট থেকে ফ্রেম শেয়ার করলেন অজয় দেবগণ

সংক্ষিপ্ত

ছবির কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিষেক কামাত। এবার তার পরিচালনাতেই শ্যুটিং ফ্লোরে ফিরলেন অজয় দেবগণ। 

২০১৫ সালের দৃশ্যম (Drishyam) ছবির কম বেশি সকলেরই দেখা, টান টান উত্তেজনায় ভরপুর এক বাবা ও তাঁর সন্তানের মাঝে থাকা ন্যায় বিচারের গল্প (Bollywood Movie Drishyam)। যা পরতে-পরতে দর্শকেরা উপভোগ করেছেন। ঝড়ের গতীতে যা ভক্তমহলে ভাইরাল হয়েছিল। অজয় দেবগণ (Superstar Ajay Devgn) মানেই পর্দায় এক অতিরিক্ত পাওয়া, দৃশ্যম ছবিতে তিনি ভরিয়ে দিয়েছিলেন ভক্তদের। মাঝে করোনার কোপে একের পর এক ছবির কাজ হয়ে যায় বন্ধ। দৃশ্যম ছবির সিক্যুয়েল শ্যুটিং-এর কথা অনেক আগেই স্থির হয়ে গিয়েছিল, কিন্তু মাঝে ঘটে ছন্দপতন। 

দৃশ্যম ছবির পরিচালক ছিলেন নিশিকান্ত কামাত, দক্ষিণী ছবিতে পরিচালকের কাজ করা শুরু করার পরই পরিচালক নিজের এক বিশেষ পরিচিতি তৈরি করেছিলেন। প্রথম দোম্বিভালি ফাস্ট ছবি দিয়েই তাঁর পরিচালনাতে অভিষেক ঘটে। এরপর বেশ কিছু ছবিতে পার্শ্বচরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। বেশকয়েকটি ছবির কাজ নিয়ে কথা চলছিল ২০২১-এ, কিন্তু সে কাজ আর শেষ করা হয়ে ওঠে না। তারই মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন নিশিকান্ত কামাত। তাঁর প্রয়াণের পরই ছবির কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিষেক কামাত। এবার তার পরিচালনাতেই শ্যুটিং ফ্লোরে ফিরলেন অজয় দেবগণ। সোশ্যাল মিডিয়ায় দৃশ্যম ২-এর শ্যুটিং-এর ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে এই খবর ভাগ করে নিলেন অজয় দেবগণ। 

 

আরও পড়ুন-ইংল্যান্ডের রানির প্রশংসাও কুড়িয়েছিলেন বাপ্পি লাহিড়ি, কেন তাকে ধন্যবাদ জানিয়েছিলেন জানেন

আরও পড়ুন-লতা মঙ্গেশকরের কোলের বাচ্চাটিকে চিনতে পারছেন, ভাইরাল ছবিতে চোখে জল ভক্তদের

আরও পড়ুন-নিজের বায়োপিকে কাকে পছন্দ ছিল বাপ্পি লাহিড়ির, 'ডিস্কো কিং'- স্বপ্নপূরণ কি আদৌ হবে

সামনেই একের পর এক ছবি মুক্তি, আসছে আরআরআর, বাঙ্গুবাঈ কাথিওয়াড়ি, তারই মাঝে শুরু হল দৃশ্যম ছবির কাজ। তানাজি ছবির পর বড় পদ্য়া আর সেভাবে দেখা মেলেনি এই সুপারস্টারের (Ajay Devgn)। যদিও অনলাইনে ভুজ (Bhuj) ও সূর্যবংশী (Sooriyavanshi) ছবিতে সিংঘামের উপস্থিতিতেই ঝড় উঠেছিল ভক্তমনে। তবে আবারও বড়পর্দায় (Bollywood Movie) দাপটের সঙ্গে ফিরতে চলেছেন অজয় দেবগণ। অজয় দেবগণের আরও এক বহু প্রতিক্ষীত ছবি হল, ময়দান (Maidaan)। বহুদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে এই ছবি। একের পর এক ছবির মুক্তির (Movie Release) মাঝে কিছুতেই মিলছিল না ময়দান ছবির বিস্তারিত আপডেট, পরবর্তীতে প্রকাশ্যে আসে ছবির মুক্তির দিন। ৩ জুন মুক্তি পেতে চলেছে এই ছবি। তার আগেই দৃশ্যমের কাজে হাত দিলেন সুপারস্টার। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত