লাল গোলাপের মাঝে ফুটে উঠল আলিয়ার নিখুঁত মুখ, বান্দ্রার দেওয়াল জুড়ে রাজ করছেন রণবীর ঘরনি

Published : Apr 19, 2022, 10:28 AM ISTUpdated : Apr 19, 2022, 06:15 PM IST
লাল গোলাপের মাঝে ফুটে উঠল আলিয়ার নিখুঁত মুখ, বান্দ্রার দেওয়াল জুড়ে রাজ করছেন রণবীর ঘরনি

সংক্ষিপ্ত

বান্দ্রার দেওয়াল জুড়ে ফুটে উঠল বলি অভিনেত্রী আলিয়া ভাটের ছবি। সুদক্ষ ও নিখুঁত হাতের রং-তুলিতে দেওয়াল জুড়ে আলিয়ার ছবি আঁকছে এক যুবক। এই ছবিই এখন নেটদুনিয়ায় ভাইরাল। বিভিন্ন সময়ে বিখ্যাত ব্যক্তিত্বদের ছবি দেওয়ালে আঁকা হয়ে থাকে। এটিকে বলা হয় ম্যুরাল। এই ম্যুরাল হল একটি চিত্রকলা, যা দেওয়াল , ছাদে আঁকা হয়ে থারে । এই দেওয়াল চিত্র খুবই জনপ্রিয়। আজকাল ওয়াল পেইন্টিংয়েরও ব্যবহার বেড়েছে সেখানেও  এর বহুল ব্যবহার রয়েছে। এবার লাল গোলাপের মাঝে সাদা-কালো আলিয়ার মুখের ছবিও দেওয়াল চিত্রে ফুটে উঠল। মুম্বইয়ের বান্দ্রা-তেই এই ওয়াল পেইন্টিং-এ আলিয়ার মুখ নিখুঁত ভাবে অঙ্কন করা হয়েছে। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

বান্দ্রার দেওয়াল জুড়ে ফুটে উঠল বলি অভিনেত্রী আলিয়া ভাটের ছবি। সুদক্ষ ও নিখুঁত হাতের রং-তুলিতে দেওয়াল জুড়ে আলিয়ার ছবি আঁকছে এক যুবক। এই ছবিই এখন নেটদুনিয়ায় ভাইরাল। বিভিন্ন সময়ে বিখ্যাত ব্যক্তিত্বদের ছবি দেওয়ালে আঁকা হয়ে থাকে। এটিকে বলা হয় ম্যুরাল। এই ম্যুরাল হল একটি চিত্রকলা, যা দেওয়াল , ছাদে আঁকা হয়ে থারে । এই দেওয়াল চিত্র খুবই জনপ্রিয়। আজকাল ওয়াল পেইন্টিংয়েরও ব্যবহার বেড়েছে সেখানেও  এর বহুল ব্যবহার রয়েছে। এবার লাল গোলাপের মাঝে সাদা-কালো আলিয়ার মুখের ছবিও দেওয়াল চিত্রে ফুটে উঠল। মুম্বইয়ের বান্দ্রা-তেই এই ওয়াল পেইন্টিং-এ আলিয়ার মুখ নিখুঁত ভাবে অঙ্কন করা হয়েছে। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

কপালে টিপ, গলায় হার, এক গাল হাসি মুখ নিয়েই আলিয়ার এই ছবি মন দিয়ে আঁকছেন এক যুবক। বিয়ের পরই এত সুন্দর উপহার আর মনে হয় কিছু হতেই পারে না। আলিয়ার ফ্যানেরা এই ছবি দেখে ভীষণ আপ্লুত।  বলা যেতে পারে বান্দ্রার দেওয়াল জুড়ে এখন রাজ করছে রণবীর ঘরনি। তার জনপ্রিয়তার কথা সকলেরই জানা। তবে বিয়ের পর তা যেন বেড়ে দ্বিগুণ হয়েছে। আপাতত আলিয়ার বিয়ের পরের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

 

 

চলতি মাসের ১৪ এপ্রিল, বৃহস্পতিবার  দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুজনের বয়সের ব্যবধানও অনেক। তবে বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তার প্রমাণ দিলেন রণবীর -আলিয়া। রণবীর ৩৯ এবং আলিয়া ২৯। বয়সে অনেকটাই ছোট আলিয়াকে নিজের দুলহানিয়া বানালেন রণবীর কাপুর। 

 

 

চারহাত তো এক হল রণবীর-আলিয়ার। এবার বিয়ের অন্দরের ছবি ও ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। একাধিক নিয়মবিধি মেনেই বিয়ে সেরেছেন রণবীর-আলিয়া। ক্যাসানোভা ইমেজ ঝেড়ে ফেলে রণবীর কাপুর এখন হ্যাপিলি ম্যারেড। প্রেমিক-প্রেমিকার ট্যাগলাইন এখন অতীত। ওরা বিবাহিত, ওরা স্বামী-স্ত্রী, এটাই এখন ওদের পরিচয়।  দুই পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হল রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের।  তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই নেটপাড়ায়।

 

 

বলিপাড়ার অন্যান্য তারকার মতো ডেস্টিনেশন ওয়েডিং করেননি রণবীর কাপুর ও  আলিয়া ভাট। কাপুর ও ভাট পরিবারের লোকজনদের নিয়েই ঘরোয় ভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রালিয়া জুটি। বলিউডে রাজকীয় বিয়ে নিয়ে সকাল থেকেই তোলপাড় ছিল সংবাদমাধ্যম। বহুদিন ধরেই এই বিয়ের অপেক্ষায় ছিলেন সকলেই। পরিবারের উপস্থিতিতে অফিসিয়ালি চার হাত এক হল রণবীর-আলিয়ার। অগ্নিসাক্ষী রেখে, পরিবারের বড়দের আশীর্বাদ নিয়ে নয়া পথচলা শুরু করলেন রালিয়া জুটি। বিয়ের পর নজরকাড়া এন্ট্রি দেখে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। বিয়ে করেই ঠোঁটে ঠোঁট রেখে আদুরে চুম্বনে ভরিয়ে দিলেন একে অপরকে। আদর-সোহাগে মাখা সেই ছবি প্রকাশ্যে এনে সকলকে চমকে দিয়েছেন স্বয়ং কাপুর পরিবারের বউমা।

আরও পড়ুন-সম্পত্তির নিরিখে রণবীরের থেকে অনেকটাই এগিয়ে আলিয়া, কত কোটির মালিক জানেন কাপুর ঘরনি

আরও পড়ুন-সুডৌল স্তনযুগল যেন উথলে বেরোচ্ছে, স্কিনফিট পোশাকে দিশার উষ্ণতায় বোল্ড আউট ভক্তরা

আরও পড়ুন-ক্রপ টপে বেরিয়ে রয়েছে ফ্ল্যাট অ্যাবস, ঈশানের মাম্মার চাবুক ফিগারে চোখ আটকে ভক্তদের

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে