মা হওয়ার সুখই আলাদা, মুখ খুললেন প্রিয়াঙ্কা

Published : Apr 04, 2020, 06:30 PM ISTUpdated : Apr 04, 2020, 06:37 PM IST
মা হওয়ার সুখই আলাদা, মুখ খুললেন প্রিয়াঙ্কা

সংক্ষিপ্ত

বছর দুয়েক হল বিয়ে হয়েছে প্রিয়াঙ্কা-নিকের। একাধিকবার তাঁর ভক্ত প্রিয়াঙ্কাকে মা হওয়া নিয়ে প্রশ্ন করেছেন। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।

বছর দুয়েক আগে বিয়ের বন্ধনে বাঁধা পড়েছিলেন গ্লোবাল গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। নিকের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে বলিউড থেকেও বেশ খানিকটা সরে গিয়েছেন। যদিও সেলেব দম্পতিকে দেখা গিয়েছে ইশা অম্বানির হোলি পার্টিতে। দেশের মাটিতে রীতিমত মন ভরে হোলি খেলে বিদেশে ফিরেছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি তাঁকে পরিবার শুরু করার প্রশ্ন করা হয়। অর্থাৎ মা হওয়ার কোনও প্ল্যান তাঁর এখন আছে কিনা সে বিষয় জিজ্ঞেস করায় প্রিয়াঙ্কা জানান, অবশ্যই আছে। 

আরও পড়ুনঃশিফন নাইটড্রেসে বিছানায় শুয়ে উষ্ণ আবেদন উর্বশীর, কাকে দিলেন এই বার্তা

আরও পড়ুনঃ'এটাই যৌনকর্মীদের বাস্তব চিত্র', প্রধানমন্ত্রীর মোমবাতি নিদানে বিস্ফোরক বয়ান স্বস্তিকার

তিনি জানান, এ বছর বহু কাজ পড়ে রয়েছে। লকডাউনের কারণে সেই কাজ গুলো পিছিয়ে গিয়েছে, যা সময়ের মধ্যে শেষ করতেও প্রিয়াঙ্কার সময় লাগবে। পেশাগত কাজ ছাড়াও ব্যক্তিগত কিছু কাজও রয়েছে তাঁর। সে সমস্ত কাজ সম্পন্ন হলেই এই বিষয় নিয়ে নিক ও তিনি ভাববেন। কারণ সন্তান মানুষ করা মোটেই সহজ কাজ নয়। যথেষ্ট দায়িত্ববান হতে হয় এর জন্য। প্ল্যানিংও লাগে এর জন্য।

আরও পড়ুনঃ'অমিতাভ বচ্চন অত্যন্ত নিম্ন মনের মানুষ', এই অভিযোগে এক সময় তোলপাড় হয়েছিল বলিউড

তবে প্রিয়াঙ্কা এও বলেন, মা হওয়ার জন্য তিনি ব্যাকুল। ঈশ্বরের কৃপা থাকলে, সঠিক সময় অবশ্যই মা হবেন তিনি। সঠিক সময়ের অপেক্ষা করাই এখন তাঁর কাজ। প্রিয়াঙ্কার এই উত্তরে ভক্তরা বেশ খুশি হয়েছে। তাদের কথায়, প্রিয়াঙ্কা নিজের পেশা নিয়ে যতটা ভাবেন, ততটাই ব্যক্তিগত জীবন নিয়েও চিন্তিত।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল