Katrina-Vicky Wedding: গালা বিবাহ আসরের পর রিসেপশন পার্টি, বিটাউন সেলিব্রেশনে থাকবেন না কারা

Published : Dec 13, 2021, 05:30 AM IST
Katrina-Vicky Wedding: গালা বিবাহ আসরের পর রিসেপশন পার্টি, বিটাউন সেলিব্রেশনে থাকবেন না কারা

সংক্ষিপ্ত

রাজকীয় বিয়ের আসরের পর এবার বিটাউনে সেলেব বন্ধুদের নিয়ে রিসেপশন পার্টি ক্যাট-ভিকির।

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) হোক বা ভিকি কৌশল  (Vicky Kaushal), বিয়ে নিয়ে খুব একটা প্রকাশ্যে খবর আসুক, তা যে কোনও মতেই চাননি, তা একাধিকবার প্রমাণিত। কিন্তু এবার রিসেপশনের খবরও থাকল না চাপা। বিয়ে নিয়ে হাজারও রাখ-ঢাক সত্ত্বেও কিছু না কিছু খবর সোশ্যাল মিডিয়ার পাতায় হয়ে যাচ্ছে ভাইরাল (Viral News)। রাজস্থানে গালা বিয়ের আসরে সেভাবে বিটাউন সেলেবদের নিমন্ত্রণ ছিল না। হাতে গুণে কয়েকজনকেই এই  বিবাহ আসরে দেখা গিয়েছিল। কিন্তু বিটাউনের বন্ধুদের ছাড়া কি আর পার্টি হয়। তাই এবার সিনে দুনিয়ার জন্য মুম্বইতে বসতে চলেছে রিসেপশন পার্টি। তা ঘিরেই এখন উত্তেজনার পারদ তুঙ্গে। 

এই পার্টি মুম্বইতে হলেও বেশ কিছু সেলেব উপস্থিত থাকবেন না রিসেপশনে। যার মধ্যে অন্যতম নাম হল শাহরুখ খান, তিনি বর্তমানে শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। দেশেই রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া, কিন্তু তিনি আসবেন না বিয়েতে। কারণ তাঁরও শ্যুটিং, রণবীর কাপুর ক্যাটের নির্দেশেই তালিকা থেকে বাদ। অন্য দিকে নানান গুজবের জেরে আসছেন না ভাইজান। বরুণ ধাওয়ানের সঙ্গে ধর্মা প্রযোজনার একটি ছবি ঘিরে ভিকির সঙ্গে বিবাদ হওয়ায় তিনিও আসছেন না। আর আসছেন না হার্লিন, ভিকির সঙ্গে বিচ্ছেদের পর তিনিই ইতি টেনেছেন কোনও রকমের সম্পর্কে। উপস্থিতিদের তালিকা নিয়ে চর্চা শুরু হলেও তাঁদের রিসেপশন নিয়ে এখনও তেমন কোনও খবর আসেনি সামনে।

ক্যাটরিনা (Katrina Kaif) ও ভিকির (Vicky Kaushal) বিয়ের মন্ডপ ঠিক সেভাবেই সাজিয়ে তোলা হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় (Social Medial) সে ছবি বর্তমানে ভাইরাল। বিয়ের পরিকল্পনা থেকে শুরু করে তাদের বিয়ের অনুষ্ঠান পর্ব (katrina-Vicky Wedding) , আয়োজনে বিন্দুমাত্র ফাঁক থাকেনি ভিক্যাট এই বহু প্রতীক্ষিত অনুষ্ঠানে। বিয়ের পর যখন প্রাসাদের বাইরে দাঁড়িয়ে ছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, চতুর্দিকে আলোর রোশনাই ভোরে ওঠার ছবিতে মন ভরেছে ভক্তদের। দুজনের বিয়ের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ার পাতায়। ঝড়ের গতিতে তা হয়ে ওঠে ভাইরাল।বর্তমানে সেই ছবিতেই বুঁদ নেট পাড়া। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ও আশীর্বাদ করতে কমেন্ট বক্সে ক্রমেই জমছে ভিড়। গত একমাস ধরে বি-টাউনের চলে সাজ সাজ রবের অবশেষে বৃহস্পতিবার হল ইতি। এখন আর গোপনে প্রেম নয়, সামাজিক বিয়ে সেরে খুল্লামখুল্লা স্বামী-স্ত্রী ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল