শিক্ষক দিবসের আগেই শিক্ষিকার ভূমিকায় ইয়ামি, নয়া লুক নয়া অবতারে বলিউড ডিভা

Published : Sep 04, 2020, 03:17 PM ISTUpdated : Sep 04, 2020, 03:51 PM IST
শিক্ষক দিবসের আগেই শিক্ষিকার ভূমিকায় ইয়ামি, নয়া লুক নয়া অবতারে বলিউড ডিভা

সংক্ষিপ্ত

নয়া ভুমিকায় এবার ইয়ামি গৌতম শিক্ষক দিবসের আগেই শিক্ষকের ভুমিকায় ডিভা ডিজিটালে এবার ঝড় তুলবেন ইয়ামি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন সেই খবর 

একের পর এক ডিজিটাল মুক্তির ঘোষণা। লকডাউনে ওটিটি প্ল্যাটফর্মের রমরমা বাজার। ইতির মধ্যেই একের পর এক ছবি মুক্তি পেয়েছে ওটিটিতে। এবার সেই ওটিটি সিরিজেই পা বাড়ালেন ইয়ামি। বলিউড ডিভা এবার নয়া লুকে, শিক্ষক দিবসের ঠিক আগের দিনই ছবির খবর সামনে এলো। ছবির নাম এ থার্সডে। এই ছবির কাজ শীঘ্রই শুরু হবে। ছবির প্রস্তাব পেয়েই গ্রহণ করেছিলেন ইয়ামি, কেন খোলসা করেছেন নিজেই। 

আরও পড়ুনঃ কোভিড কোপে শিক্ষক দিবস, তাই সেলেব্রেশনের ধাঁচ বদল, আট টিপসেই বাজিমাত

ইয়ামির মতে কিছু কিছু চিত্রনাট্য এমন লেখা হয়, যা ফিরিয়ে দেওয়া সম্ভবপর হয়ে ওঠে না। তেমনই একটি ছবি এই দ্য থার্সডে। এই ছবিতে কাজ করার সুযোগ পেয়ে খুশি ইয়ামি। কী আছের ছবির মূলে- প্লেস্কুল শিক্ষিকা ইয়ামি। এই চরিত্র মেয়েদের এক অন্য দিকের কথা বলে। যা ফুঁটিয়ে তুললে ইয়ামি আগ্রহ দেখিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবির খবরই এবার ঘোষণা করলেন অভিনেত্রী। 

 

 

ছবিটি মুক্তি পাবে ওয়েবে। ২০২১-এই নয়া লুকে দেখা মিলবে ইয়ামির। খুব বেশি ছবিতে ইয়ামিকে দেখা না গেলেও মাঝে মধ্যেই তিনি হিট ছবিতে মুখ্য ভুমিকায় ফিরে আসেন। এবারও নয়া ধাঁচের এক চরিত্র নিয়ে দর্শক দরবারে হাজির হতে চলেছেন তিনি। ছবির পরিচালনাতে রয়েছেন- বেহজাত খামবাত। পরিচালকের কথায়, ছবির সেটে ফেরার জন্য আর অপেক্ষা সইতে পারছি না। শীঘ্রই শুরু হবে এ থার্সডে সফর। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?