কোভিড কোপে শিক্ষক দিবস, তাই সেলেব্রেশনের ধাঁচ বদল, আট টিপসেই বাজিমাত
- FB
- TW
- Linkdin
ভিডিও কলঃ এই বিশেষ দিনে সব বন্ধুরা মিলে টিচারকে ভিডিও কল করে মন খুলে শুভেচ্ছা জানাও, গ্লপ-আড্ডায় ফেলে আসা ক্লাসরুম আবারও হয়ে উঠবে জীবন্ত।
সোশ্যাল মিডিয়া পোস্টঃ শিক্ষক-শিক্ষিকাদের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করা যেতেই পারে দিনভর।
অনলাইন ফুড অর্ডারঃ চকলেট বা ন্যাক্স, বেশিরভাগ ক্ষেত্রেই এই বিশেষ দিনে স্টুডেন্টরাই শিক্ষক শিক্ষিকাদের ট্রিট দিত। এবার তা অনলাইনে অডার করা যেতেই পারে।
এডিট পার্ফমেন্স প্রেজেন্টেশনঃ যে পারে, যেমন নাচ, গান আবৃতি তার ছোট ছোট ভিডিও বানিয়ে এডিট করে, শিক্ষকদের জন্য পাঠিয়ে দেওয়া যেতেই পারে।
ফুলঃ ফুল দিয়ে শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা জানানোটাই যেন রীতি, এবারও তা অর্ডার করে দিন, সকালেই দরজা খুলে শিক্ষক শিক্ষিকারা হাতে পাবেন সেই ফুল।
অনলাইন গিফট অর্ডারঃ পেন হোক বা বই, যেকোনও উপহারই এবছর অনলাইনে বুক করে ফেল। তা সরাসরি পৌঁচ্ছে যাবে টিচারের বাড়ি।
অনলাইন সেলিব্রেশনঃ অনলাইন ভিডিও কলের মধ্যে দিয়েও হতে পারে সেলিব্রেশন। সেখানেই নিজেদের মত করে ১৫ মিনিট থেকে ৩০ মিনিটের একটা অনুষ্ঠান করে ফেলা যায়।
কনফারেন্স কলঃ নেটের সমস্যা থাকলে ভিডিও কল বাতিল। কনফারেন্স কলেই টিচারকে ধরে ফেলা যায়। আর সেখানেই সকলে মিলে বেশ কিছুটা সময় কাটানো যেতে পারে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে।