গত মাসে করোনা মুক্ত হয়েছে করিম মোরানির দুই মেয়ে। জোয়া সম্প্রতি প্লাজমা থেরাপির ট্রায়্যালের জন্য রক্তদান করল। মুম্বইয়ের ন্যয়্যার হাসপাতালে রক্তদান করলেন জোয়া। হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে জোয়া। করোনা মোকাবিলায় নিজের অবদানে জোয়া অত্যন্ত আনন্দিত বোধ করছে।
আরও পড়ুনঃ'নিঃস্বার্থভাবে বাঁচিয়ে চলেছ বিশ্বকে', মাতৃদিবসে আয়ুষ্মানের ভিন্ন পরিবেশন
কণিকা কাপুরের হাত ধরেই বলিউডে পা রেখেছে করোনা ভাইরাস। কণিকার সুস্থ হয়ে ওঠার খবর প্রকাশ্যে আসার পর পরই করিম মোরানির দুই মেয়ের করোনায় আক্রান্ত হওয়ার খবরে ছড়িয়ে পড়ে বলিপাড়া। এবার মেয়েদের থেকে বাবা করিমও সংক্রমিত হয়েছিলেন। নানাবতি হাসপাতালে চলছিল তাঁদের চিকিৎসা।
আরও পড়ুনঃকরিনা-তৈমুরের মাদার্স ডে-তে ভিন্নতার স্বাদ, ছবি ভাইরাল নেটদুনিয়ায়
সাজা এবং জোয়া শেষ করোনা টেস্ট গুলি নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছাডা় পরবর্তীতে ছাড়া পেয়েছিলেন তারা। সাজা মার্চের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা থেকে ফিরেছিল। তার মধ্যে করোনা ভাইরাসের কোনও লক্ষণ দেখা যায়নি। মার্চের মাঝের দিকে জোয়া রাজস্থান থেকে ফেরে।
আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস
আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা